শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে বন্ধন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

রায়পুরে বন্ধন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

তাবারক হোসেন আজাদ: রোববার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। পড়াশুনার পাশাপাশি শারিরীক ও মানুষিক বিকাশ জরুরী। পড়া-লেখা সঠিক রেখে অন্যকাজে মনোনিবেশ হতে হবে। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে এসব কথা বলেন। ক্রীড়া অনুষ্ঠানে ৫৪ ইভেন্টে ২১৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। চলতি মাসের শেষ সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ হবে। অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ আল-আমিনের সভাপতিত্বে বিশিষ্ট সমাজ-সেবক শিক্ষানুরাগী আলহাজ মাওলানা সাইয়্যেদ তাহের ইজ্জুদ্দিন জাবেরী, একাডেমীর প্রতিষ্ঠাতা সবুজ বেপারী, খোরশেদ আলম খোকন, রাজা সর্দার, মোঃ মালেক, মোঃ ইসমাইলসহ অভিভাবক, শিক্ষার্থী ও সুশিল সমাজের লোকজন বক্তব্য রাখেন। অধ্যক্ষ মোঃ আল-আমিন জানান, চলতি বছরের বই উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উদ্ভোধন করা হয়। এটি ১৫ জন উচ্চ শিক্ষিত শিক্ষক দ্বারা প্রি-ক্যাডেট এর আওতায় পরিচালিত। প্রথম শ্রেনী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত নিবীড়ভাবে প্রতি শ্রেনীতে ১২ জন ছাত্র ও ১২ জন ছাত্রী নিয়ে পাঠদান করানো হয়। প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের লক্ষে সকলের সহযোগীতা কামনা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments