মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাবসন্ত উৎসব, বিশ্ব ভালবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারীকে সামনে রেখে ব্যস্ত সময়...

বসন্ত উৎসব, বিশ্ব ভালবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারীকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মুলগ্রামের ফুল বৌদি

জি.এম.মিন্টু: কেশবপুরে বসন্ত উৎসব, বিশ্ব ভালবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজধানী খ্যাত কেশবপুরের মূলগ্রাামের ফুলচাষী অঞ্জু সরকার (ফুল বৌদি)। ফুলের ক্ষেত থেকে সময়মত পর্যাপ্ত ফুল পেতে গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করে চলেছেন তিনি। মূলগ্রাম এলাকায় ঘুরে দেখা গেছে মাঠ জুড়ে ফুল আর ফুল। সেখানে রং বে- রঙ্গের গোলাপ, গাঁদাফুল, বেলিফুল, জারবেরা,  রজনীগন্ধা, হলুদগাঁধা, চন্দ্রমল্লিকাসহ নানা প্রজাতীর ফুল চাষ হচেছ। এবছরের বসন্ত উৎসব, বিশ্ব ভালবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রায় ৮ লক্ষাধিক টাকার ফুল বিক্রি করার র্টাগেট রয়েছে তার। আগামী ১২ ফেব্রুয়ারী থেকে মুলগ্রামের ফুলচাষী অঞ্জু সরকার (ফুল বৌদি) এ ৩ দিবসের ফুল বাজারে সরবরাহ করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে ৪ বার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত অঞ্জু সরকার (ফুল বৌদি) বলেন, কেশবপুর উপজেলার মূলগ্রামে ৬ বিঘা ও মাগুরায় ২ বিঘা জমিতে ফুলের আবাদ করেছি। এবারের বসন্ত বরণ, বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ৮ লক্ষাধিক টাকার ফুল সরবরাহ করা হবে। এবছরে রাজনৈতিক পরিস্থিতি ভাল। আশা করছি আমরা ভাল মূল্য পাবো। অঞ্জু সরকারের ছেলে রুপচাঁদ সরকার বলেন, কেশবপুর বাজারে ১টি সহ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজার ১টি, তালা বাজারে ২টি, পাইকগাছা বাজার ১টি, কপিলমুনি বাজার ১টি ও মাগুরা বাজারে ২টি শুভেচ্ছা ফুলঘর রয়েছে। এসব ফুলঘর থেকে এবছর এই ৩ উৎসবে প্রায় ৮ লক্ষাধিক টাকার ফুল বিক্রি করার টার্গেট রয়েছে। এই ৬টি অঞ্চলের ফুলের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে আমরা ফুল সরবরাহ করে থাকি। এই তিনটি উৎসবে সবচেয়ে বেশি ফুল বিক্রি হয়। তাছাড়া বিয়ে, জন্মদিন, পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানে আমরা ফুল সরবরাহ করে থাকি। তিনি আরো বলেন, আমাদের ৮টি শুভেচ্ছা ফুলঘরে ২৪ জন কর্মচারী রয়েছে এবং পার্ট টাইম হিসাবে ২০ জন ছেলে মেয়ে লেখা পড়ার পাশা-পাশি অর্থ উপার্জনের জন্য আমাদের সাথে শ্রম দিয়ে থাকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments