শফিকুল ইসলাম: জয়পুরহাটে শিশু বিকাশ কেন্দ্রেরে আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে দু’দিনব্যাপী শীতকালীণ ফুল ও পিঠা উৎসব। সোমবার সকালে শহরের আমতলী এলাকায় এই উৎসব শুরু হয়। উৎসবে নানান রকমের হারিয়ে যাওয়া পিঠা ও ফুলের সমাহার রয়েছে। পিঠা ও ফুল প্রদর্শনী ছাড়াও এসব বিষয় নিয়ে স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকদেও নিয়ে চলছে প্রতিযোগিতা। শহরের বিভিন্ন এলাকার অভিভাবকরা ভিঁড় করছে শিশুদের এসব পিঠা ও ফুলের সাথে পরিচয় করাতে। ভক্সপপঃ শিশু ও অভিভাবক সটঃ জাকির হোসেন, পরিচালক, জয়পুরহাট শিশু বিকাশ কেন্দ্র।