শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাশিক্ষা কর্মকর্তার মামলার হুমকিতে আতংকিত প্রধান শিক্ষিকার মৃত্যু!

শিক্ষা কর্মকর্তার মামলার হুমকিতে আতংকিত প্রধান শিক্ষিকার মৃত্যু!

তাবারক হোসেন আজাদ: স্কুল চলাকালিন সময়ে দু’শিক্ষিকার শহরে অবস্থান নিয়ে সহকারী শিক্ষা কর্মকর্তার মিথ্যা অভিযোগ ও বিভাগীয় মামলার হুমকি দেওয়ায় আতংকে এক প্রধান শিক্ষিকার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ওই প্রধান শিক্ষিকার মৃত্যুতে শোক জানিয়ে ওই বিদ্যালয় একদিন বন্ধ রেখেছেন শিক্ষকগন। একই দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় দোয়া ও মিলাদ পড়ানো হয়েছে। এই ঘটনায় ওই শিক্ষা কর্মকর্তার বিচারের দাবিতে মৃতের পরিবার, স্বজন, শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মৃত নাজমুন্নাহার বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লক্ষ্মীপুর এনসিসি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা শামীমের স্ত্রী। মঙ্গলবার দুপুরে এই ঘটনার বিচার চেয়ে মৃতের স্বামী রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার রাতে (১১ ফেব্রুয়ারী) নিহত নাজমুন্নাহার রেশমার ব্যাংকার স্বামী মোমিনুল হক শিমুল জানান, ঘটনারদিন স্কুলে ছিলেন নাজমুন্নাহার। দুপুরে তিনি পৌরসভার ৬নং ওয়ার্ড পশ্চিম কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে দাওয়াতে অংশগ্রহন করেন। এসময় সহকারী শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান জানতে চান স্কুল চলাকালিন সময়ে তারই স্কুলের রোকেয়া রুবি ও সুভ্রা রায় নামে দু’শিক্ষিকার বাজার অবস্থান নিয়ে মিথ্যা অজুহাত দিয়ে মোবাইল ফোনে শোকজ ও বিভাগীয় মামলা দেওয়ার হুমকি দেয় নাজমুন্নাহারকে। এতে আতংকিত হয়ে নাজমুন্নাহার রেশমা অসুস্থ্য হয়ে পড়েন। ওই দিন সাড়ারাত কান্নাকাটি করে নিজ স্বামীর কাছে ঘটনাটি বলে আবার অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ্য ও দুশ্চিন্তা মাথায় নিয়ে সোমবার সকালে নাজমুন্নাহার স্কুলের উদ্যোশ্যে বাড়ী থেকে বের হলে পথেই তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ্য পড়েন। দ্রুত তাকে রায়পুর সেবা হাসপাতাল নিলে ডাক্তার না থাকায় লক্ষ্মীপুর হাসপাতালের উদ্যেশ্যে রওয়ানা হলে পথেই তিনি মারা যান। তার স্বামী, দু’সন্তান ও শশুর-শাশুরী রয়েছে। এই ঘটনায় ওই স্কুলের সহকারী শিক্ষিকা শুভ্রা রায় জানান, আমাদের প্রধান শিক্ষিকা নাজমুন্নাহার রেশমা ম্যাডাম অত্যান্ত শান্ত ও ভদ্র শিক্ষিকা ছিলেন। সবার সাথে মিলেমিশে চলতেন। শিক্ষা কর্মকর্তাদের নির্দেশও মেনে চলতেন। সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান স্যার অযথা ও মিথ্যা অভিযোগে রেশমা ম্যাডামকে দোষারোপ করেন। এতেই তিনি অসুস্থ্য হয়ে মারা যান। তার রুহের মাগফেরাত করে একদিন স্কুল বন্ধ ও দোয়া করা হয়েছে। এই ঘটনায় উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিচার দাবী জানাই। অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান বলেন, আমি কয়েকজন শিক্ষকের কাছ থেকে ঘটনা শুনেছি। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। কয়েকজন প্রধান ও সহকারী শিক্ষকের অভিযোগে প্রেক্ষিতে এই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments