শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাযশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জি.এম.মিন্টু: বর্ণাঢ্য আয়োজনে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সমিতির মনিরামপুর সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ সভার দ্বিতীয় পর্বে পরিচালকদের ভোটে সাংবাদিক মোতাহার হোসেন নির্বাহী কমিটির সভাপতি ও নড়াইলের মহিলা পরিচালক নার্গিস নাহার সচিব নির্বাচিত হয়েছেন। বিকেলে সমিতি বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক সাকিলা খন্দকার পরিচালকদের শপথ বাক্য পাঠ করান। এরপর গোপন ব্যালটে পরিচালকদের ভোটে নির্বাহী কমিটি গঠিত হয়। নির্বাচনে ৩ নং এলাকা কেশবপুরের পরিচালক সাংবাদিক মোতাহার হোসেন সভাপতি, নওয়াপাড়ার ৪নং এলাকা পরিচালক সাংবাদিক এস এম ফারুক আহমেদ সহসভাপতি, নড়াইলের মহিলা পরিচালক মিসেস নার্গিস নাহার সচিব এবং মনিরামপুর ২নং এলাকা পরিচালক আজিজুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে। নির্বাচনে সহযোগিতা করেন বিআরইবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম ও সমিতির এজিএম (এমএস) পরিতোষ দাস। কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধার পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আব্দুল মান্নান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার নজিবুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, সমিতির বিদায়ী সভাপতি শামছুর রহমান, প্রাক্তন সভাপতি আসাদুজ্জামান প্রমুখ। এদিকে সাংবাদিক মোতাহার হোসেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হওয়ার তাকে অভিনন্দন জানিয়েছেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সদস্যবন্দ। আরও অভিনন্দন জানিয়েছেন কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, প্যানেল মেয়র কাউন্সিলর বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, প্রাক্তন প্রধান শিক্ষক বজলুর রহমান খান, শিক্ষক নজরুল ইসলাম, বস্ত্র ব্যবসায়ী ইসমাইল হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, প্রাক্তন সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান টুলু, কোষাধ্যক্ষ শামছুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম খান, কেএম কবির হোসেন, আব্দুল মোমিন, পরেশ দেবনাথ, ইব্রাহিম রেজা প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments