শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে ত্রিমুখী দূষণে ধুকছে করতোয়া

শাহজাদপুরে ত্রিমুখী দূষণে ধুকছে করতোয়া

হাসানুজ্জামান তুহিন: শাহজাদপুরের বুকচিরে বয়ে চলা খরস্রোতা করতোয়া নদীটি ত্রিমুখী দূষণের কবলে পড়ে এখন মৃতপ্রায় ধুকছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হিমালয় থেকে প্রবাহিত নদী ঐতিহাসিক ভাবে নানান রূপ-লাবণ্য আর মৎস্য সম্পদে ছিল সমৃদ্ধ করতোয়া। এই নদীটিই এ অঞ্চলের কৃষিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। করতোয়াই শাহজাদপুরের মানুষ সহ সমস্ত প্রাণিকুলের ভিতর প্রাণ সঞ্চার করে। অথচ নদীটি দখল, দূষণ ও চর পড়ে হাড়িয়ে ফেলেছে যৌবন। নদীর দিকে তাকালে এখন বৃদ্ধ মানুষের রক্ত নালির মতো সরু মনে হয় । কালো রক্ত নালীর মতো নালা নর্দমার মতোন বয়ে যায় শুষ্ক মৌসুমে করতোয়ার পানি। এক সময় নদীটি ছিল উত্তাল স্রতসি। দূকুল ছাপিয়ে উত্তাল করতোয়া ধুয়ে দিত এ অঞ্চলের প্রকৃতিকে। নদীর বুকে রাজহাঁসের মতো ভাসতো বড় বড় নৌকা, ছোট বড় জাহাজ। সেই যৌবনা নদী এখন খাঁ খাঁ মরু ভূমি। প্রাণহীন নদীর উপর দিয়ে এঁেক বেঁেক চলে গেছে পায়ে হেটে চলার রাস্তার মতো পানি। মাটির গভীর থেকে পানি তুলে নদীর উপর চাষ করা হচ্ছে ধান। সরু নালার মতো যেটুকু প্রবাহ আছে সেটুকুর জলও ব্যবহারের অযোগ্য হয়ে গেছে সুতা প্রসেসিংয়ের দুষিত পানি মিশে। সেই সাথে শহরের ময়লা পানি সরাসরি নদীতে পড়ে হচ্ছে চরম দূষণ। প্রাচীন কাল থেকেই করতোয়া ছিল বানিজ্যিক ভাবে এবং উত্তরাঞ্চলের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ নৌ-পথ। ইতিহাসের পাতায় তাকালে অনেক কিছুই এখন স্মৃতি। ১১ শতকের শেষের দিকে সাহিত্যে কর্মে রয়েছে এর রূপ লাবন্য ও বানিজ্যিক বর্ণনা। প্রাচীন বাংলার সাহিত্যের একজন উৎকৃষ্ট সাহিত্যিক সত্যনারায়ন যা সত্যনারায়নের পাঁচালি বলে পরিচিত। তিনি তার সাহিত্যে বলেন সিংহলের (শ্রীলংকা) এক ধনপতি ব্যবসায়ীকে নিয়ে লেখা ‘ধনপতি যেয়ে উঠিল না’য়। খুলিল বহর দক্ষিণ বায় ॥ সিংহল যাইতে করিল মনে। বহিছে তরণী রজনি দিনে ॥ যোগী যোফা আদি রাখিয়া পাছে। উপনীত করতোয়ার কাছে ॥ পরশুরামের বাড়ী দেখিয়া। খুলিল বহর হরিষ হইয়া ॥ বক্ষপুত্র ছাড়ি লক্ষাতে পড়ি। আঁটিয়া বাঁধিল বাদাম দাড়ী ॥’ পৌ-্রবর্দ্ধন রাজা পরশুরাম সংস্কৃত ভাষায় ধর্মীয় ভাবাবেগপূর্ণ একটি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। যার নাম ‘করতোয়ার মাহাত্ম্য’। তাতে উল্লেখ এই করতোয়া নিয়ে এক অপূর্ব সাহিত্য! ‘করতোয়ার মাহাত্ম্য’- ‘পার্ব্বতী কহিলেন, হে প্রভু! নদীমধ্যে করতোয়া ও পৌ-্রক্ষেত্র মাহাত্য শ্রবণ করিনাই। কোন্ধসঢ়; কালে কি প্রকারে কোথা হইতে করতোয়া নদীর উৎপত্তি হইয়াছে, শ্রবণ করিতে ইচ্ছা করি; যদি আমাতে অনুগ্রহ থাকে তবে বিশেষ করিয়া বলুন; আর কাহা দ্বারা ও কি প্রকারেই বা সেই অত্যুত্তম পৌরক্ষেত্র প্লাবিত হইয়াছে, শুনিতে ইচ্ছা করি।’ মহাদেব বলিলেন- ‘হে দেবি! তোমার

পাণিগ্রহণসময়ে হিমালয় কর্ত্তৃক যে সম্প্রদানীয় জল আমার হস্তে অর্পিত হইয়াছিল, ঐ জল আমার হস্ত নির্গত হইয়া পৃথিবীতে পতিত হয়, পরে করতোয়া নামে খ্যাত হইয়াছে। যে করতোয়া একদিন বানিজ্যের গতিময় পথ ছিল যার গা বেয়ে দূর দূড়ান্ত থেকে বনিকেরা ছুটে আসতো উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদে। পাট সমৃদ্ধ বাংলাদেশে এক সময়ে পাটের বৃহৎ বাজার ছিল করতোয়ার নদীর পাড়ে পাড়ে। এখান থেকে জাহাজ ভরে চলে যেতো দূর দূরান্তের দেশে দেশে। স্থানীয় ব্যবসায়ীরা বিশাল আকৃতির বর্জ্যা নৌকায় বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করতো এই নদী পথে। সেই পথকেই এখন রুখে দিয়ে হত্যা করছে এ কালের বনিকেরা নানান দূষিত বর্জ্য নদীতে ফেলে। তাঁতশিল্প প্রধান শাহজাদপুরে কিছু অসচেতন ব্যবসায়ীরা যত্রতত্রভাবে প্রসেস মিল স্থাপন করে পরিবেশ ও প্রকৃতির তোয়াক্কা না করেই বর্জ্য অপসারণ করছে বেআইনিভাবে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ শাহজাদপুর প্রায় অর্ধশত প্রসেস মিল রয়েছে। কালো সুতা সাদা করার জন্য এক ধরনের মেশিনে পানি বয়েল করে মিশানো হয় এসিড, নাইটিক এসিড, পটাশিয়াম, বিলিচিং সহ মানব দেহের বিষাক্ত এসব কেমিক্যাল মিশিয়ে সেই পানি নির্দিষ্ট স্থানে ফেলানোর কথা থাকলেও ক্ষমতার প্রভাব খাঁটিয়ে এক শ্রেণীর মহল প্রকাশ্যে পাইপ দিয়ে নদীতে ফেলছে বিষাক্ত পানি । যার ফলে নদী মারাত্মক ভাবে বর্জ্য দূষণে পড়ছে। রূপপুর গ্রামের রাজু আহম্মেদ জানান, করতোয়া ব্রীজ বিনোদনের অন্যতম একটি স্থান। এই ব্রীজের দু’পাশে প্রসেস মিলের বিষাক্ত পানি নদীতে ফেলার কারণে একদিক পরিবেশের ক্ষতি হচ্ছে এবং নদীতে মাছ মরে ভেসে উঠছে। উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে করতোয়ার নদীর পাড়ে বানিজ্যিকভাবে গড়ে ওঠা শিল্প কলকারখানার বর্জ্য নির্বিঘ্নে ফেলা হচ্ছে করতোয়ার বুকে। করতোয়াকে রক্ষা এবং পরিবেশ বাঁচানোর দায় যেনো সরকারের কোন কর্তৃপক্ষেরই নেই। পরিবেশ রক্ষার জন্য পরিবেশ অধিদপ্তর থাকলেও বিভাগটি এখন এ অঞ্চলের ব্যবসায়ীদের কাছে এক অসৎ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। অর্থ আর উপহারের মাধ্যমে পরিবেশ বিরোধী যা ইচ্ছে তাই করানো যাচ্ছে নীতিমালার কোন তোয়াক্কা নেই এই প্রতিষ্ঠানটির। পয়সা হলেই মেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। স্থানীয় সবুজ বিপ্লবের উদ্দ্যোক্তা কামরুল হাসান হিরোক জানান, এ পর্যন্ত কখনই এই অধিদপ্তরের কাউকে কোন প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়নি নদী পাড়ে। আমরা বিভিন্ন সময় পোস্টার ও সরকারি মহলে লিখিতভাবে জানালেও কেউ কোন উদ্যোগ গ্রহন করে নাই। জেগে ঘুমানো পরিবেশ অধিদপ্তর জাগাতে ন্ধেসঢ়;ই কোন ঔষধ। অপরদিকে, করতোয়ার দু-পাড়ে প্রাকৃতিকভাবে ভরাট হয়ে যাওয়ার পরে অবৈধ দখলদারদের সীমাহীন দখল ও যত্রতত্রভাবে মেশিন দিয়ে বালু উত্তোলণের কারণে প্রাণ হাড়াচ্ছে করতোয়া। ১৯৯০ সনের পর থেকে করতোয়ার বুকে শাহজাদপুর উল্লাপাড়া উপজেলার মাত্র ১৫ কিলোমিটারের মধ্যে শিক্ষা, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক প্রয়োজনে যোগাযোগ বাড়ানোর জরুরি তাই ৪টি ব্রিজ নির্মাণ করা হলেও কর্তৃপক্ষ এখনও পর্যন্ত প্রয়োজনীয় নদী শাসনের ব্যবস্থা গ্রহন করে নাই। যার ফলে নদীর নাব্যতা ক্রমশই হ্রাস পাচ্ছে। তাই বর্ষা মৌসুমে স্বাভাবিক গতি ধরে রাখতে পারছে না। যত্য-তত্র্য পানি হলেই বন্যায় প্লাবিত হয়ে পড়ে করতোয়া পাড়ের মানুষেরা। খড়ায় বিস্তৃর্ণ চড় পড়ে করতোয়ায়। ধূলায় ধূসর হয়ে যায় এক সময়ের প্রাণবন্ত এ ¯্রােতশী করতোয়া নদী। ১৯৮৮ সনের বর্ন্যার পর নদীতে প্রবল স্রোতে নদী ভাঙ্গনের ফলে বহু বাড়িঘর ভেঙ্গে যায় ও নদী পাড়ে অবস্থিত ইসলাম ধর্ম সাধক হযরত মখদুম শাহদৌলা (রঃ)’র মাজার শরীফ হুমকির সম্মুখীন হলে তখন পানি উন্নয়ন বোর্ড একটি মাজার রক্ষার নামে প্রকল্প গ্রহণ করে এবং অতিসম্প্রতি হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি নামক স্থানে শাহ হাবিবুল্লাহ ইয়ামেনী (রঃ) এর মাজার রক্ষার জন্য সিসি ব্লক দ্বারা বাধ নির্মাণ করে। এরপর আর পানি উন্নয়ন বোর্ড এ নদীর উপর কোন প্রকল্প গ্রহন করে নাই। এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানান, বর্তমান সরকারের নদী-নালা-খালবিল, হাওর-বাওর সংরক্ষণ ও পুনুজ্জীবিত করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহন করা হয়েছে। খুব তারাতারি তা বাস্তবায়ন করা শুরু হবে। করতোয়া, বাঙ্গালী ও হুরাসাগর নিয়ে একটি মেগা প্রকল্প গ্রহন করা হচ্ছে। যা চুড়ান্ত অনুমোদনের পথে। যেকোন সময় প্রকল্পটির কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আশা রাখি করতোয়া আবারও তার পূর্বের যৌবন ফিরে পাবে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করতোয়া

নদীতে তৃমুখী এই দূষণের বিরুদ্ধে আমরা খুব শীর্ঘই পদক্ষেপ গ্রহণ করবো। এরই মধ্যে শাহজাদপুর শহরের মধ্যে বিভিন্ন সরকারি খালখন্দ ও করতোয়া নদীর শাখার খোনকারের জোলা অবৈধ দখলমুক্ত কাজ শুরু করেছি। আশারাখি এর মধ্যে করতোয়া আবারও প্রাণ ফিরে পাবে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনকে করতোয়া নদীর বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বর্তমান সরকার পরিবেশ রক্ষায় নদ-নদী, হাওর-বাওর সহ পরিবেশ রক্ষায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে যমুনা নদী ভাঙ্গন প্রতিরক্ষায় এরই মধ্যে ১১ হাজার কোটি টাকার একটি প্রকল্প যার কাজ বর্তমানে চলছে। খুব শীর্ঘই আমি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ করে করতোয়ার সকল দূষণ মুক্ত করবো। মৎস্য সম্পদ আহরণের করতোয়া এ অঞ্চলের মানুষের কাছে এক আপন নাম। আগের দিনে ফাল্গুন-চৈত্র মাসে উৎসব করে মাছ মারতে মহিষের সিংহায় ফু দিয়ে জানান দিয়ে বাউত নামতো করতোয়ার পাড়ে ও শাখা নদীতে। পলো, ঢেলা জাল, ঝাঁকি জাল, ধর্ম জাল, ব্যার জালের ব্যবহার করতো নদী পাড়ের মানুষরা। এখন সবই প্রায় অতীত স্মৃতি। করতোয়াসহ বিল নদী নালায় প্রায় দেশীয় ৪০ প্রজাতির ছোট মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। মিঠা পানির মাছের প্রায় ২০ শতাংশ প্রজাতির মাছই বিপন্ন হয়ে পড়েছে। বিলুপ্তির পথে দেশীয় ছোট ৪০টি প্রজাতির মাছ। বর্তমান সরকারের আমলে বিভিন্ন নদ- নদী দখল মুক্ত করতে যে পদক্ষেপ নিয়েছেন তাতে করতোয়ার পাড়ের মানুষেরা আবার স্বপ্ন দেখতে শুরু করেছে নতুন করে। করতোয়া পাড়ের মানুষদের তাই দাবী সরকারের সৎ ইচ্ছাপূর্ণ হস্তক্ষেপে আবার জীবিত হবে যৌবন ফিরে পাবে ঐতিহাসিক করতোয়ত

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments