শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সদরুল আইন: বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও বৃষ্টির কারণে পরিবেশ ছিল শান্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও থেমে যায়। পাল্টে যায় পরিস্থিতি। সকাল ১০টার পর থেকে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। ভোটাররা সারিবদ্ধভাবে সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছেন।

অন্যদিকে প্রার্থী এবং সমর্থকরা নিজেদের পক্ষে ভোট আদায়ের চেষ্টা করছেন। কেন্দ্রের সামনে এবং বাইরে আওয়ামী লীগ ও বিএনপি জোটের আইনজীবীদের সরব উপস্থিতি দেখা যায়।

আজ সকাল ৯টা থেকে ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়।

মাঝে এক ১ ঘণ্টা বিরতি দিয়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর রাতে ভোট গণনা শুরু হবে।

নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার সমিতির প্রাক্তন সভাপতি মোখলেছুর রহমান বাদল বলেন, বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মোট ২৭টি পদে ২৭ জন করে ৫৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেখানে ২৪ হাজার ৬৮৪ জন সদস্যের মধ্যে ১৭ হাজার ৮৯৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments