শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

জয়পুরহাটে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

শফিকুল ইসলাম: জয়পুরহাটে ’শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিসের আয়োজনে জেলার নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে এই কর্মশালার উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তথ্য সচিব মোঃ আবদুল মালেক। এসময় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ রশিদুল হাসান, সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে, শিশু মৃর্ত্যুহার কমে এসেছে, মানুষের গড় আয়ু এখন ৭২ বছর, নারীর উন্নয়ন হয়েছে এবং ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর যে ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে তা সরাসরি জনগনের কল্যানে কাজে লাগছে এবং গ্রামীণ হত দরিদ্র জনগন এর সুফল পাচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি সরকার হত দরিদ্রদেও চিকিৎসা ব্যভস্থা কমিউনিটি ক্লিনিক বন্ধ কওে দিয়েছিল, উপজেলা চেয়ারম্যানদেও বাতিল করেছিল কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা পুনরায় চালু করেছে জনগনের অধিকার ফিরে দিয়েছে। সরকারের উদ্যোগগুলোকে যথাযথভাবে প্রচারের জন্য তিনি সকলকে অনুরোধ জানান। জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মোঃ মাসুদুল হক তথ্য চিত্রের মাধ্যমে জেলায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের সফল বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments