শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলানৌকাকে বিজয়ী করতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ রাজাপুর আ.লীগ

নৌকাকে বিজয়ী করতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ রাজাপুর আ.লীগ

রেজাউল ইসলাম: আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচন প্রথমবার দলীয় প্রতিকে অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে অতীতের দ্বন্দ্ব-কলহ ও দীর্ঘদিনের সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী হওয়ার লক্ষ্যে একজোট হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের পক্ষে। ইতিমধ্যেই তৃণমূলের নেতাকর্মীরা প্রচার- প্রচারণায় অংশ নিতে শুরু করেছেন তারা এলাকায় বর্ধিত সভা, উঠান বৈঠক করে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিলিতভাবে নৌকার পক্ষে ভোট চাইছেন। শুধু তাই নয়, স্থানীয় বিএনপির অনেক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকায় ভোট চাইতে শুরু করেছেন। এদিকে দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যন হোসেন শহীদ জিলানী ওরফে মিলন মাহমুদ বাচ্চু বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে মাঠে নেমেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নবঞ্চিত নেতা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. খায়রুল আলম সরফরাজ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সঞ্জিব বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি তারেক শাহীন মৃধা ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধা, শাহ আলম মন্টুসহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা জানায়, প্রথম পর্যায়ে তাদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও বর্তমানে সবাই ঐকবদ্ধ নৌকার বিজয় ছিনিয়ে আনতে। রাজাপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূলের মতামতের ভিত্তিতেই ত্যাগী, দক্ষ ও যোগ্য ব্যক্তিকে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। তাদের সঙ্গে আলাপকালে স্থানীয় আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বিদ্রোহী প্রার্থী নিয়ে স্থানীয় পর্যায়ে গভীর উদ্বেগের কথা জানান। আ.লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান বলেন তৃণমূল পর্যায়ে শেখ হাসিনার সরকারের ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে ভোট চাওয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার বার্তা ইতোমধ্যেই সারা উপজেলার মানুষের কাছে পৌঁছে গেছে। ফলে আওয়ামী লীগের জন্য উপজেলা নির্বাচনের মাঠ অন্যবারের তুলনায় এবার অনেক বেশি গোছানো বলে মনে করছেন তিনি। বিদ্রোহী প্রার্থীর নির্বাচনে অংশগ্রহন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র তবে এখনো এ বিষয়ে কথা বলার সময় আসেনি। ছবির ক্যাপশনঃ আ.লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments