বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাগাঁজা সেবন ও প্রস্তুতকালে বাকৃবির দুই শিক্ষার্থী আটক

গাঁজা সেবন ও প্রস্তুতকালে বাকৃবির দুই শিক্ষার্থী আটক

কাগজ প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্লাসরুমের সামনে বসে গাঁজা বানানোর সময় দুই শিক্ষার্থীকে হাতে নাতে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। বুধবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের করিডোর থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়। জানা যায়, অভিযুক্ত আব্দুল হান্নান ও সজল ঘোষ দুজনই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের লেভেল-৫, সেমিস্টার-১ এর শিক্ষার্থী। এছাড়াও অভিযুক্ত আব্দুল হান্নান বাকৃবির কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সদস্য। গাঁজা বানানোর বিষয়টি স্বীকার করে তারা দুজনই বলেন, আমরা ফ্যাকাল্টির করিডোরে গাঁজা বানাচ্ছিলাম। কিন্তু গাঁজা খাইনি। ওই সময় স্যার আমাদের দেখে ফেলেন এবং স্যার আমাদের নিরাপত্তা শাখায় ধরে নিয়ে আসেন। নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, আমি ভেটেরিনারি করিডোর দিয়ে যাচ্ছিলাম তখন দেখি দুই শিক্ষার্থী গাঁজা বানাচ্ছে। আমি তাদেরকে ডাক দিলে তারা আমার কাছে না এসে ক্লাসে গিয়ে লুকায়। পরে আমি তাদেরকে ক্লাস থেকে নিরাপত্তা শাখায় ধরে নিয়ে আসি। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের অভিবাবক বিশ্ববিদ্যালয়ে আসলে তাদেরকে মুচলেকা দিয়ে অভিবাবকের হতে তুলে দেওয়া হবে এবং পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যাবস্থা করা হবে। তারা এখন বাকৃবির নিরাপত্তা শাখায় অবস্থান করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments