শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনা রাস্তাঘাটের বেহাল দশা-জনগণের ভোগান্তি চরমে

চান্দিনা রাস্তাঘাটের বেহাল দশা-জনগণের ভোগান্তি চরমে

মো.ওসমান গনি: কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল দশা।রাস্তাঘাটের বেহাল দশার কারনে জনসাধারনের ভোগান্তি চরমে।বিশেষ করে উপজেলার চান্দিনা উপজেলা সদর মোকামবাড়ি হতে বদরপুর বাজার হয়ে যে রাস্তাটি কাদুটি গেছে তার ময়নাটং হতে রামমোহন বাজার পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই নাজুক। অথচ এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে।চলাচল করে রিক্সা,সিএনজি,পিকআপ,অটো,নসিমন,করিমনসহ অন্যান্য যানবাহন।রাস্তাটি ভাঙ্গাচোরার কারনে প্রায় সময় মারাত্নক দুর্ঘটনা ঘটে থাকে।এছাড়া উপজেলার বদরপুর বাজার হতে হরিনা দিয়ে যে রাস্তাটি মহিচাইল গেছে,মহিচাইল হতে নবাবপুর রাস্তা,নবাবপুর রাস্তার রাণীচরা হতে ময়নারটং পর্যন্ত,রামমোহন হতে চান্দিনা পৌরসভা পর্যন্ত রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ।বর্ষাকালে এসব রাস্তা দিয়ে যানবাহন চলাচলতো দূরের কথা তখন মানুষ পায়ে হেটে চলাচল করাও কষ্ট হয়ে দাঁড়ায়।এসব রাস্তাঘাটগুলো বেশির ভাগই খারাপ হচ্ছে ব্রিকস ফিল্ডের ট্রাক্টর,মাটি ক্যারিং করা ট্রাক্টর অতিমাত্রায় চলাচলের কারনে।বিষয়টির প্রতি উবর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে উপজেলার বিজ্ঞমহল মনে করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments