শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকুমিল্লার চান্দিনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুমিল্লার চান্দিনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মো.ওসমান গনি: দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০১৯ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ভূমিকম্প ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতা মহড়া অনুষ্ঠিত হয়। ১০ মার্চ( রবিবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চান্দিনা’র আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্য্যালয় উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোরছালিন ইসলাম এর সঞ্চলনায় সভায় আরও বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার (বেনবেইস) মো সালাউউদ্দীন,দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ সচিব আবু মো জাফর, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো সেলিম প্রধান, মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু মুসা মজুমদার, বাড়ের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন (এমসি) মো. এরশাদুল হক ভূইয়া, চান্দিনা উপজেলার গেইট মাতৃভুমি স্কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী সুবাশ চন্দ্র সরকার ,অফিস সহকারী লিটন কুমার রায়, সুমন চক্রবর্তী প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments