শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটের ৫টি উপজেলার বেসরকারি ফলাফল

জয়পুরহাটের ৫টি উপজেলার বেসরকারি ফলাফল

শফিকুল ইসলাম: জয়পুরহাট সদর উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এস এম সোলায়মান আলী এবং পাঁচবিবি উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মনিরুল শহীদ আগেই নির্বাচিত হয়েছেন। কালাই উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিনফুজুর রহমান মিলন (নৌকা) প্রতীকে প্রাপ্ত ভোট ৫০,৭১৫ পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাসদ সমর্থিত প্রার্থী তরিকুল ইসলাম (মশাল) প্রতীকে ৮,৮৭২ ভোট পেয়েছেন। ক্ষেতলাল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তাকিম মন্ডল (নৌকা) প্রতীকে প্রাপ্ত ভোট ৩৪,২০১ পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম তালুকদার (আনারস) প্রতীকে ২২,৮৬৩ ভোট পেয়েছেন। আক্কেলপুর উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস ছালাম আকন্দ (আনারস) প্রতীকে প্রাপ্ত ভোট ২৯,৮৪৪ পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোখছেদ আলী (নৌকা) প্রতীকে ২২,৮৪২ ভোট পেয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments