বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাকুমিল্লার চান্দিনার রাস্তার পাশে ময়লার ভাগাড়

কুমিল্লার চান্দিনার রাস্তার পাশে ময়লার ভাগাড়

মো.ওসমান গনি: কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কয়েকটি সড়কের পাশে চান্দিনা পৌরসভার ময়লা স্তুপ করে রাখার কারনে মারাত্মক ভাবে পরিবেশ দূষণ হচ্ছে।এসব রাস্তা দিয়ে যানবাহনে ও হেটে মানুষ চলাচল করার সময় মানুষের ধম বন্ধ হয়ে আসে।এমন কি মানুষ যখন এ রাস্তা দিয়ে আসাযাওয়া করে তখন ময়লার গন্ধে মানুষের পরিধানের কাপড়েও দুর্গন্ধ হয়ে যায়। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ও চান্দিনা মোকামবাড়ী হতে যে রাস্তাটি বদরপুর হয়ে কাদুটি গেছে তার কেরামত আলী ব্রীজের পুর্বপাশে রয়েছে ময়লার স্তুপ। ওই ময়লাগুলো কোথাও সরিয়ে না নিয়ে দেওয়া হচ্ছে আগুন। আর ওই আগুনে পুড়ে মরছে সড়ক ও মহাসড়কের পাশে পরিবেশ বান্ধব অনেক গাছ। দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকার কারনে গাছগুলো ও অনেকটি মারা যাচ্ছে।তাছাড়া ময়লা পোড়ানোর জন্য যখন ময়লার স্তপে আগুন দেয়া হয় তখন আগুনের ধোয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়।সড়ক ও মহাসড়কে চলাকারী মানুষের ধম আটকিয়ে মারা যাওয়ার উপক্রম হয়।আগুনের ধোয়ার কার্বনডাইঅক্সাইড মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।তারপরও মানুষ দায়ে পড়ে চলাচল করতে হয়। চান্দিনা উপজেলার উত্তর সীমান্ত এলাকা হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ওই মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের কাছ থেকে সাহাপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় রয়েছে স্তুপের পর স্তুপ ময়লার ভাগাড়। চান্দিনা বাজার তথা উপজেলা সদরের সকল ময়লা আবর্জনার স্থান হয় ঐ সড়ক ও মহাসড়কের পাশে। ২২ বছর আগে চান্দিনা পৌরসভা গঠন করা হলেও ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান আজও নির্মিত হয়নি। ফলে প্রতিদিনের ময়লা-আবর্জনার স্থান হয় মহাসড়কের দুই পাশে। ময়লার স্তপে আগুন দেওয়ার কারনে নিচ থেকে আগুনে কয়লা হয়ে যায় গাছের গোড়া। ক্রমশই গাছগুলো মরে মহাসড়কের ওপর ভেঙ্গে পড়ছে গাছের ডাল-পালা। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে মহাসড়কের চলাচলরত গাড়ি চালক ও যাত্রীরা। সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আহাদ উল্লাহ জানান, মূলত মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলাই অপরাধ। পরিবেশ দুষণের পাশাপাশি আগুনে গাছ-পালা পুড়ে যাওয়ার বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments