বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাবিজিবির বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

বিজিবির বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

কাগজ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবির গুলিতে শিশুসহ ৩ জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে গ্রামবাসীর দায়ের করা মামলা আমলে নিয়ে এজাহারভুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান এ আদেশ দেন।

আগামী ১১ এপ্রিল মামলার শুনানির দিন ধার্য করে এ সংক্রান্ত কোনো মামলা না থাকলে এজাহারভুক্ত করে হরিপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও হরিপুরের বহরমপুর গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি চালান বিজিবির সদস্যরা। এতে শিশুসহ ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।

গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে নিহতদের স্বজনরা ঠাকুরগাঁও হরিপুর আমলি আদালতে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করেন।

গত ৬ মার্চ আমলি আদালতের বিচারক ছুটিতে থাকায় ১২ মার্চ শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments