শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে গ্রামে- গ্রামে প্রার্থীদের প্রচারণা ও উন্নয়নের প্রতিশ্রুতি

রায়পুরে গ্রামে- গ্রামে প্রার্থীদের প্রচারণা ও উন্নয়নের প্রতিশ্রুতি

তাবারক হোসেন আজাদ: তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামে-গ্রামে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে। তাদের প্রচারণায় সরগরম গ্রামীন জনপথ। গ্রামে- গ্রামের গিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে দোয় চাচ্ছেন তারা। গনসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। দুইজন চেয়ারম্যান, ১২জন পুরষ-মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটের মাঠে ততই ঝাঁপিয়ে পড়ছেন। তারা মিছিল, মিটিং, পথসভা, উঠোন বৈঠকের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা কেউ দলীয় পরিচয়ে, কেউ বিগত নির্বাচনী প্রতিশ্রতি রক্ষার দাবী করে, কেউ মসজিদ, মন্দির, ক্লাব সমিতির উন্নয়নে অর্থ সহায়তা দিয়ে, কেউ উন্নয়নের নতুন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। পোস্টার ব্যানারে চেয়ে গেছে বিভিন্ন এলাকা। কেউ আবার মুঠোফোনে ক্ষুদে বার্তায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই চলছে প্রচারণা। ভোটাররাও এ প্রার্থীদের এসব তৎপরতা পর্যবেক্ষন করছেন। একই দলের দুই চেয়ারম্যান প্রার্থী ও একাধিক ভাইস চেয়ায়ম্যান প্রার্থীদের নিয়ে বিশৃংঙ্খলার আশংঙ্কা করছেন। উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ (নৌকা), বর্তমান উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার (মাটরসাইকেল)। একই দলের দুই শক্তিশালী প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বতন্ত্র সাংসদসহ কেন্দ্রিয়, জেলা ও উপজেলার নেতাদের সমর্থন থাকায় এবার নির্বাচনী লড়াই হবে ভিন্নতর বলে মনে করছেন ভোটাররা। মাটরসাইকেল প্রতীকের প্রার্থীর প্রতি ক্ষমতাসীন দলের একাংশের সমর্থন থাকা ও মেঘনা উপকূলীয় অঞ্চলের (চারটি ইউনিয়ন) বেশি সংখ্যক ভোটারদের সমর্থন রয়েছে বলে জনশ্রুতি রয়েছে। এদিকে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পুরুষ-মহিলাসহ ১২জন প্রার্থী। এরা হচ্ছেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ (বই), চরমোহনা ইউনিয়ন যুবলীগ নেতা আসিফ রুহুল (মাইক), সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট এবিএম বারাকাত বিন জাকারিয়া (টিউবওয়েল), চরআবাবিল ইউনিয়ন আ’লীগ নেতা-ব্যবসায়ী মাইনুদ্দিন মোল্লা (উড়োজাহাজ), সাবেক বামনী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোঃ আনছার উল্যাহ (বৈদ্যুতিক বাল্ব), বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান খাঁন (চশমা), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ সালাহ্ধসঢ়; উদ্দিন আহাম্মেদ (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। এরা হলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম (প্রজাপতি), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা বেগম (পদ্ম ফুল), উপজেলা

যুবলীগের সাবেক পৌর সভাপতি কামরুল হাসান রাসেল সহধর্মীনি হাসিনা বেগম (কলস) ও পৌর শ্রমিকলীগ নেতা জুয়েল মৃধ্যার সহধর্মীনি কোহিনুর বেগম (ফুটবল)। উল্লেখ্য, আগামী ২৪ মার্চ পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ৭৭ কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এবং মোট ভোটার ২০১৪৯২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১০১৩২৩ জন ও মহিলা ভোটার ১০০১৬৯ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments