বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

লক্ষ্মীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘নিরাপদ মানসম্মত পণ্য’। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ভবনের সামনের ড্রীলসেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরি নয়ন, জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শংকর মজুমদার। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সকলেই ভোক্তা। তাই ভোক্তা অধিকার সম্পর্কে জানা ও সচেতন হওয়া জরুরী। তাছাড়া নিয়মনীতি মেনে ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা। পরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments