শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে বঙ্গবন্ধুর জন্ম দিন ও শিশু দিবস উদযাপন

রায়পুরে বঙ্গবন্ধুর জন্ম দিন ও শিশু দিবস উদযাপন

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার সরকারী কলেজসহ ১৮৭ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হয়। রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ কাজী শহিদ ইসলাম পাপুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন, সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুবুল করিম, অধ্যাপক মোঃ হানিফ মিয়া, ওসি একেএম আজিজুর রহমান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, ওসি তদন্ত সোলাইমান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আ’লীগের আহবায়ক ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, সাংবাদিক তাবারক হোসেন আজাদ ও সোহেল আলম, কলেজ ছাত্রলীগের আহবায়ক শরীফ হোসেন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলিত হয়ে শিশু সমাবেশ করে। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে। এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শিল্পগোষ্ঠি ও সরকারী কলেজের আয়োজনে চলছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। তাবারক হোসেন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments