শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাশাহজালালে সোনার বারসহ ২নারী ক্রু আটক

শাহজালালে সোনার বারসহ ২নারী ক্রু আটক

কাগজ প্রতিবেদক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ সৌদি এয়ারলাইনসের দুই নারী ক্রুকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০২ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। পরে শুল্ক কর্তৃপক্ষ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় দুই নারী ক্রুকে আটক করে।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসের গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক হওয়া দুই নারী ক্রু হলেন সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।
শুল্ক কর্তৃপক্ষ ও এপিবিএন সূত্র জানায়, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। আর ফারজানা আফরোজের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি সোনার বার। তাঁরা অন্তর্বাসে লুকিয়ে এই সোনার বারগুলো আনেন।
সোনার বার উদ্ধারের ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments