বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুর মেডিকেল কলেজের ৪৯ বছরে পদার্পণ

রংপুর মেডিকেল কলেজের ৪৯ বছরে পদার্পণ

জয়নাল আবেদীন: জাতীয় পতাকা উত্তোলন বেলুন ,শান্তির পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালিতে নেচে গেয়ে ৪৯টি কেক কেটে এবং আলোচনা অনুষ্টানের মধ্যে দিয়ে রংপুর মেডিকেল কলেজ ৪৯ বছরে পদার্পণ অনুষ্টান সোমবার পালিত হয়েছে। সকালে কলেজ চত্তরে রংপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র থেকে শুরু করে ৪৯ বছরে শিক্ষার্থী ছাত্ররা সমবেত হতে থাকে । সাড়ে ৯ টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং মেডিকেল পতাকা উত্তোলন করে বেলুন এবং শান্তির পায়রা উড়িয়ে আনুষ্টানিক উদ্ধোধন করেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: নুর ইসলাম । এরপর ঢাক ঢোল পিটিয়ে বর্ণাঢ্য র‌্যালি গোটা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রতিটি বর্ষের জন্য একটি করে কেক কাটায় অংশ নেন ৪৯ বর্ষের ছাত্র এবং চিকিৎসক শিক্ষকগণ । বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল অধ্যাপক নূরন্নবী লাইজুর সভাপতিত্বে শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন নবীব এবং প্রবীণ চিকিৎসকগণ । বক্তারা বলেন আগামি বছর রংপুর মেডিকেল কলেজ ৫০ বছরে পর্দাপণ করবে এই উপলক্ষে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে । বক্তব্য প্রদান করেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, প্রফেসর অনিমেশ মজুমদার, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অমল রায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: অজয় রায়, অস্ট্রেলিয়া প্রবাসী রংপুর মেডিকেল কলেজের ২ ব্যাচের ছাত্র আলমগীর হোসেন, ডা: সমর্পিতা ঘোষ তানিয়া, ডা সুজা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments