শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়া উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল

সাঁথিয়া উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল

আব্দুদ দাইন: দ্বিতীয় দফা ৫ম উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ পাবনার সাঁথিয়া উপজেলায় শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। নির্বাচন উপলক্ষে কোথাও কোন সংঘর্ষ ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে আইন শৃংখলা বাহিনী ছিল কঠোর। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা ছিল প্রস্তুত । সাঁথিয়া উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সোমবার সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয়। সকাল থেকে উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। পুরুষের তুলনায় মহিলা ভোটাদের উপিস্থিতি একেবারেই কম ছিল। সাঁথিয়া উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৮টি ভোট কেন্দ্রে ভোটরি সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৯০৯ জন। নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগের প্রার্থী সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বিজয়ী হয়েছেন, তার প্রাপ্ত ভোট ৪৮,৬৪৩।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবু তালেব প্রামানিক পেয়েছেন ৯,৪০৯ ভোট । ভাইচ চেয়ারম্যান (পুরুষ) পদে বিজয়ী হয়েছেন সোহেল রানা খোকন, তার প্রাপ্ত ভোট ২০,১১৪। নিকটতম প্রতিদ্বন্দ্বি শামসুল আলম স্বপন পেয়েছেন ১৭,৬৯৯ভোট। মহিলা ভাইচ চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন সেলিনা সুলতানা শিলা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments