শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ জেলের জেল জরিমানা

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ জেলের জেল জরিমানা

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৪ জেলেকে কারাদন্ড ও ১৪ জেলেকে জরিমানা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলা মজুচৌধুরী হাট ঘাটে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা। আটকৃতরা ভোলা ও লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা। একই সাথে অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা নিয়ে আরো ১৯ শিশু জেলেকে ছেড়ে দেয়া হয়। এর আগে দুপুর ১২ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে কোষ্টগার্ড, মৎস বিভাগ ও নৌ পুলিশ। এসময় জব্দ করা হয় ইঞ্জিন চালিত ছয়টি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা নেতৃত্বে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় তিনি জানান, আইন অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে কোষ্টগার্ড মৎস বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান ১৮ জেলেকে আটক করা হয়েছে। ৪ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড বাকী ১৪ জনকে ৩ হাজার করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান ও জেল জরিমান অব্যাহত থাকবে। মার্চ এপ্রিল দুই মাস ইলিশ উৎপাদনের লক্ষ্য লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments