শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে নৌকা-আনারস হাড্ডাহাড্ডি লড়াই হবে

সিংগাইরে নৌকা-আনারস হাড্ডাহাড্ডি লড়াই হবে

মিজানুর রহমান বাদল: ২৪ মার্চ তৃতীয় ধাপে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়ন ১০৮ টি ওয়ার্ডের ৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিংগাইর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৬৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৩২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ১৩ হাজার ৩৩৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন। চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী শহিদুর রহমান ভিপি শহীদ ও স্বতন্ত্র আনারস প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুসফিকুর রহমান খান হান্নান ও জাকের পাটির গোলাপফুল প্রতীক একেএম ছায়েদুর রহমান। এবার নির্বাচনে নৌকা ও আনারস হাড্ডাহাড্ডি লড়াই হবে। আলীগের ২জন প্রার্থী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। এবার আলীগের দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন আলীগের নৌকা প্রতিকে লড়ছেন উপজেলা আলীগের যুগ্নসম্পাদক ও সিংগাইর কলেজের সাবেক ভিপি শহিদুর রহমান। অপরদিকে মানিকগঞ্জ জেলা আলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুসফিকুর রহমান খান হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন। এ দিকে এবারের নির্বাচনে বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি মমতাজ বেগম নৌকার প্রার্থী শহীদের পক্ষে কাজ করেছেন। অপরদিকে বিদ্রেহী প্রার্থী হান্নানের পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মাজেদ খান, যুগ্ন সম্পাদক সায়েদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওবাইদুল হক । এবাবের নির্বাচনে কে হবে ভোটাররা ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন। কে হচ্ছেন সিংগাইর উপজেলার চেয়ারম্যান শহিদ নাকি হান্নান।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইঞ্জি. রবিউল আলম উজ্জল (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক, উপজেলা যুবলীগের সভাপতি মো.তমিজউদ্দিন (তালা), যুবলীগনেতা ফরশেদ আলম (টিউবওয়েল), মাওলানা ওসমান গনি(চশমা),মাসুদ রানা(মাইক) ও জসিম উদ্দিন পাখী(উড়োজাহাজ) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। সংরক্ষিত নারী আসনে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন (হাঁস) প্রতীক, শারমিন আক্তার (ফুটবল) প্রতীক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালমা নজরুল (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন। এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাচন অফিসার মাহাবুব রোমান চেীধুরী বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments