বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাব্যালটে সিল না দিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবি!

ব্যালটে সিল না দিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবি!

কাগজ প্রতিনিধি: পঞ্চম উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপে আজ রোববার ভোটগ্রহণ চলছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়, রূপগঞ্জ, আড়াইহাজার উপজেলায়। সকাল ৮টা থেকে ভাটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি খুব কম।
অনেক কেন্দ্রে ব্যালট পেপারে সিল না দিয়ে নীরব প্রতিবাদ জানাচ্ছেন ভোটাররা। কোনো কোনো ভোটার ব্যালট পেপারে লিখেছেন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘খালেদা জিয়া জেলে কেনো জবাব চাই’। অনেকে বলেছেন, এটা ভোটারদের নীরব প্রতিবাদ।
এ ধরনের ব্যালট পেপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই। যদি এমন ঘটে থাকে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।’

ভোটার উপস্থিতি কম কেন- এমন প্রশ্নে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, মাত্র ভোট শুরু হলো আস্তে আস্তে লোক আসবে।
সরেজমিনে, কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সহকারী প্রিজাউডিং অফিসার, পোলিং অফিসাররা বসে বসে অলস সময় পার করছেন। ভোটার কম বিধায় তাদেরও চাপ কম। তাই বুথে বসে খোশগল্পে মজেছেন।
সোনারগাঁয়ে এবার মোট ৩ লাখ ৮ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার মোট কেন্দ্রের সংখ্যা ১১৮টি, বুথের সংখ্যা ৭৫০টি। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার এবং তাদের সহায়তার জন্য প্রতিটি কেন্দ্রে আছেন দুইজন করে মোট ২শ’ ৩৬ জন। এছাড়া পোলিং অফিসার আছেন ১ হাজার ৭শ’ ৫২ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments