বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাডিমলায় ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারনা

ডিমলায় ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারনা

মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর ডিমলায় ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে কোমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারনার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে অভিভাবকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। জানাগেছে,২০১৬ইং সালে ব্র্যাক শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১ম শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত ৪৪টি শিশু নিকেতন বিদ্যালয় খুলে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে আসছিলেন।কিন্তু ওই শিক্ষা কার্যক্রমের মেয়াদ শেষ হওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর ব্র্যাক হতে বিদ্যালয় গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়ার পরেও উপজেলা সদরের উত্তর তিতপাড়া(সোনাবেচা টারী) শিশু নিকেতন মডেল বিদ্যালয়ের দায়িত্বে থাকা শিক্ষিকা ও একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী তারা বানু(৩৫)শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়ার বিষয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকদের কাছে গোপন রেখেই গত তিনমাস ধরে বিদ্যালযে অধ্যায়নরত ২৭জন কোমলমতি শিক্ষার্থীদের নিকট ৩শত টাকা করে মাসিক বেতন হাতিয়ে নিয়ে বিদ্যালয়টি নিজ খেয়াল খুশি মত পরিচালনা করে আসছেন। পরে অভিভাবকরা বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ নিশ্চিত হয়ে শিক্ষিকা তারা বানুর নিকট শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কারন জানতে চাইলে শিক্ষিকা তারা বানু বিভিন্ন তাল বাহানা করেও সে ব্যাপারে কোনো উপযুক্ত উত্তর দিতে পারেননি। এদিকে নতুন সালের প্রায় ৪মাস অতিবাহিত হওয়ায় ওই বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অন্য কোন বিদ্যালয়ে ভর্তি করতে না পেরে তাদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার আশংকায় দিশেহারা হয়ে জড়িতদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শিক্ষিকা তারা বানুর বাড়ি গিয়ে তার দেখা না পাওয়ায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ব্র্যাক শিক্ষা কার্যক্রমের দায়িত্বে থাকা সিও রেজাউল করিম বলেন, গত বছরের ৩১শে ডিসেম্বর প্রোগ্রামটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষককে চিঠি দিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। তবুও যদি কেউ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন তবে তার দায়ভার সেই ব্যক্তির। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন,বিষয়টি তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments