বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ওসির সহযোগিতায় ২০ বছর পর ভাই-বোনের বিরোধ মিমাংসা

রায়পুরে ওসির সহযোগিতায় ২০ বছর পর ভাই-বোনের বিরোধ মিমাংসা

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১৫৬ শতাংশ জমি নিয়ে প্রায় ২০ বছর পর ওসির সহযোগিতায় দুই ভাই-বোনের বিরোধ অবশেষে মিমাংশা হতে চলেছে। এতে উভয় পক্ষ প্রায় ২০ টি মামলা থেকে অব্যাহতি পাবেন। দীর্ঘদিনের বিরোধ মিমাংশায় পুরো শহর জুড়ে প্রশংসায় ভাসছেন ওসি আজিজুর রহমান মিয়া। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৯নং ওয়ার্ড দেনায়েতপুর গ্রামের ল্যাংড়াবাজারস্ত মরহুম হোসেন হায়দারের সন্তান বড় বোন হাসিনা বেগম (৭০) ও ছোট ভাই সাবেক কাউন্সিলর গোলাম হায়দারের (৬৫) সঙ্গে। ঐতিহাসিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের পাশাপাশি এলাকাবাসিও ধন্যবাদ জানিয়েছেন ওসিকে। পুলিশ অফিসারের এই ভালো উদ্যোগের ফলে পুলিশ বাহিনীর প্রতি আস্থা বাড়বে বলে সচেতন মহলের আশাবাদ। উল্লেখ্য- আগামি ১৩ এপ্রিল সকালে ওসি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ভাই-বোনের পরিবারের উপস্থিতিতে সম্পত্তি বন্টন করে দেওয়ার কথা রয়েছে। এলাকাবাসি ও দুই পরিবারের সাথে কথা বলে জানাযায়, রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ড দেনায়েতপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মৃত হোসেন হায়দার প্রায় ৩৫ বছর আগে স্ত্রী, ৬ মেয়ে ও দুই ছেলে রেখে মারা যান । প্রায় ৫ বছর আগে স্ত্রীও মারা যান। পিতা-মাতা মারা যাওয়ার কয়েক মাস ভাই-বোনদের মধ্যে ভালো সম্পর্ক থাকার পর শুরু হয় সম্পত্তি নিয়ে বিরোধ। ছোট ভাই সাবেক পৌর কাউন্সিলর ও এলাকার সমাজ সেবক। বড় বোনও সমাজ সেবিকা ও তার সন্তানরাও সাংস্কৃতিক অংঙ্গনের সাথে জড়িত। সাড়ে ৫ কোটি টাকা মূল্যের (৪৭ শতাংশ পৈতৃক ও ১০৯ শতাংশ ক্রয় করা) মোট ১৫৬ শতাংশ জমি নিয়ে দুই ভাই ও বোনের মধ্যে প্রায় ২০ বছর ধরে চরম বিরোধ চলে আসছিল। এবিরোধ কে কেন্দ্র করে উভয় পক্ষ প্রায় ২০টি মামলা (থানা, আদালত, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রনালয়) মামলা করেছেন। প্রায় ৭ বার উভয় পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। একাধিকবার থানাসহ বিভিন্ন স্থানে শালিশ বৈঠক করেও ব্যর্থ হয়। ওসি মার্চ মাসে উভয় ভাই-বোনকে নিয়ে ৫ বার থানায় বৈঠক করেন। অবশেষে উভয় সম্মতিতে ও দলিল পর্যবেক্ষন করে আগামি ১৩ এপ্রিল সকাল ৯টায় বড় বোন হাসিনা বেগমের বাড়ীতে দখল-বেদখলকৃত জমির হিসাব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। যদি এই বিরোধ মিমাংশিত হয় তাহলে রায়পুরের জন্য ঐতিহাসিক ঘটনা বলে ইতিহাস হয়ে থাকবে। এ বিষয়ে হাসিনা বেগম ও তার ছোট ভাই সাবেক কাউন্সিলর গোলাম হায়দার বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে আমাদের অনেক ক্ষতি হয়েছে। মামলায়, প্রশাসনিক কর্মকর্তা ও নেতাদের কাছে গিয়েও কোন সমাধান পাইনি। বরং সামাজিক ও মানুষিকভাবে চরম হয়রানি ও অপদস্তের শিকার হয়েছি। অবশেষে ওসি সাহেবের সহযোগিতায় আমাদের ভাই-বোনের দীর্ঘ দিনের বিরোধ মিমাংশা হতে চলেছে। ওসি সাহেবের কাছে কৃতজ্ঞতা জানাই। ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রাছেল বলেন, রায়পুরের ঐতিহ্য পরিবারের দুই ভাই- বোনের বিরোধকে কেন্দ্র করে আমরাও হাপিয়ে উঠেছিলাম। প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১৫৬ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে কয়েক দিন পর পর দুই ভাই- বোনের পরিবারদের মধ্যে সংঘর্ষ ও মামলা লেগেই থাকতো। অবশেষে ওসি সাহেবের হস্তক্ষেপে ও সহযোগিতায় ভাই-বোনের দীর্ঘদিনের বিরোধ মিমাংশা হতে চলেছে শুনে নিজের কাছে খুবই আনন্দিত লাগছে এবং এলাকাবাসিও সন্তোষ প্রকাশ করেছেন। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, দেড় বছর আগে রায়পুর থানায় যোগদান করার পরই দেখে আসছি প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১৫৬ শতাংশ জমি নিয়ে দুই ভাই-বোনের মধ্যে চরম বিরোধ এবং থানা ও আদালতে একাধিক মামলা চলে আসছিল। অবশেষে উভয় ভাই-বোন ও তাদের পক্ষের প্রতিনিধি ও ৫ আমিন নিয়ে বৈঠকের পর মিমাংশায় উপনিত হয়েছি। আগামি ১৩ এপ্রিল তাদের যার যার জমি বন্টন করে দিতে পারলেই নিজেকে ধন্য মনে করবো এবং পুলিশ বাহিনী প্রশংসিত হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments