শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে ল্যাংগা খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে ল্যাংগা খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে ল্যাংগা খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী গ্রামের কুমারগাড়ি নামক স্থানে খালের পড়ে এ মানববন্ধ পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাঙ্গণের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ নানান শ্রেণিপেশার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে চলাকালে উক্ত স্থানে ব্রিজ নির্মাণের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, বেকাটারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক চৌধূরী, শিক্ষক রিয়াজুল হক, সোহরাব হোসেন, শিক্ষার্থী আতিকুর রহমান, স্থানীয়দের মধ্যে রুহুল আমিন, রহিম উদ্দিন মন্ডল, হাফিজার রহমান, রেখা বেগম, অনীল চন্দ্র দাশ, ভোলা চন্দ্র দাশসহ আরো অনেকেই। বক্তারা বলেন, ল্যাংগা খাল খননের পর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। বিগত ১৯৮৮ সালের স্মরণকালের বন্যায় ব্রিজটি বিনষ্ট হয়। তখন থেকে উক্ত স্থানে ব্রিজ নির্মাণ না করায় প্রত্যহ হাজার হাজার মানুষের হাট-বাজার, শিক্ষা-চিকিৎসাসহ সকল ক্ষেত্রে নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments