শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুর মহানগরে পহেলা বৈশাখকে ঘিরে নিরাপত্তা বাড়ানো হবে: আরএমপি’র কমিশনার

রংপুর মহানগরে পহেলা বৈশাখকে ঘিরে নিরাপত্তা বাড়ানো হবে: আরএমপি’র কমিশনার

জয়নাল আবেদীন: রংপুর মহানগরে পহেলা বৈশাখকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন আরএমপি’র কমিশনার মোহাম্মদ আবদুল আলীম
মাহমুদ। পহেলা বৈশাখ উদযাপনে নগরীতে যাতে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না, পারে সে
জন্য সকলকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। দুপুরে
আরএমপি’র সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় রংপুর মহানগর এলাকার গত এক মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও মাদক সন্ত্রাস নির্মূলে
পুলিশ কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়।
এসময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদেরকে বাংলা নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, মহানগরে শান্তি
শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোন ধরণের অপরাধকে প্রশয় দেয়া হবে না। অপরাধ রোধে অপরাধীকে
দ্রæত সনাক্ত করতে জনসাধারণের সাথে সখ্যতা গড়তে হবে। পুলিশ-জনতা এক হলে সমাজে অপরাধ প্রবণতা
কমে আসবে।
সভা শেষে গত মাসের কার্যক্রমের ওপর ভিত্তি করে চার ক্যাটাগরিতে আরপিএমপি’র চার পুলিশ সদস্যকে
পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ এসআই পরশুরাম থানার সাজ্জাদ হোসেন, শ্রেষ্ঠ এএসআই একই
থানার ফরহাদ হোসেন, শ্রেষ্ঠ সার্জেন্ট ট্রাফিক উত্তর ইউনিটের মো. বায়েজিদ বোস্তামী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তালিম
অফিসার কোতয়ালী থানার জয়ন্ত চন্দ্র রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান,
উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার শামীমা পারভীন সহ অন্যান্য কর্মকর্তাগণ ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments