শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামোংলায় ঝড়ে ৪০ শ্রমিক নিয়ে ডুবল লঞ্চ

মোংলায় ঝড়ে ৪০ শ্রমিক নিয়ে ডুবল লঞ্চ

কাগজ প্রতিনিধি: ঝড়ের কবলে পড়ে মোংলাবন্দরে ডুবে গেছে ‘এমএল আখতার’ নামে শ্রমিকবাহী একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটিতে ফোরম্যান ও সুপারভাইজারসহ প্রায় ৪০ শ্রমিক ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে বন্দরের হারবাড়িয়ায় ৫নং ব্যাসক্রিক বহির্নোঙর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মোংলা থেকে শ্রমিকদের উদ্ধারে অপর একটি লঞ্চ ছেড়ে গেছে বলে জানিয়েছেন শ্রমিক সরদার বাবুল হোসেন।
তিনি জানান, আকস্মিক এ ঝড়ে ‘এমএল আখতার’ ডুবে যায়। এ লঞ্চে বিদেশি জাহাজে কাজ করার জন্য বিকালে শ্রমিকরা রওনা হয়েছিলেন। রাতে হারবাড়িয়া পৌঁছানোর পর লঞ্চটি ঝড়ের কবলে পড়ে।
লঞ্চটিতে প্রায় ৩৫ শ্রমিক ও পাঁচজন স্টার্ফ ছিলেন। ঝড়ে লঞ্চটি উল্টে যাওয়ার পর অধিকাংশ শ্রমিক সাঁতরে বিদেশি জাহাজ এবং সুন্দরবনের নদীর চরে উঠে আসতে সক্ষম হয়েছে। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা সেটি জানা যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments