শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকুমিল্লার চান্দিনায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন

কুমিল্লার চান্দিনায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন

মো. ওসমান গনি: এসো হে বৈশাখ, এসো এসো, নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষ ১৪২৬ বংগাব্দ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চান্দিনা উপজেলা প্রশাসনের অায়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহযোগিতায় আজ ১৪ এপ্রিল রবিবার সকাল ৮ টায় ৩০ মি: চান্দিনা উপজেলা পরিষদ শিশু পার্কে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারএসএম জাকারিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সহ-ধর্মীনী শারমিন জাহান, চান্দিনা পৌরসভা মেয়র মো মফিজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল ফয়সল, থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) মো আসাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোল্লা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহানঅারা আক্তার, দঅনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ শিশু পার্ক প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments