শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাগোপিনাথপুরে টয়োটা লেক্সাসে চড়ে এসে মাটি কাটলেন মজুর!

গোপিনাথপুরে টয়োটা লেক্সাসে চড়ে এসে মাটি কাটলেন মজুর!

মারুফা মির্জা: মাটি ফেলা দিন মজুরদের (কামলা) শ্রম বিক্রির প্রধান উপকরণ হচ্ছে কোদাল ও টুকরি। আর আশপাশের ৫/৬ কিলোমিটার মধ্যে কেউ কাজে অন্তঃর্ভুক্ত করালে পায়ে হেটেই যোগ দেয়া। কিন্তু সোমবার ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুরে নব নির্মিত কবরস্থান ও ঈদগা মাঠে মাটি ফেলতে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। এক দিন মজুর মুল্যবান টয়োটা লেক্সাসে চড়ে কাজে যোগ দিয়েছেন। টানা ২ ঘন্টা কাজ করে আবার নিজ গাড়ীতেই ফিরেছেন ঢাকায়। এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করে সকলকে ভাল কাজে উৎসাহ দিয়ে গেছেন মানবতাবাদী শিল্পপতি জেলার হাজারো ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রধান উদ্যোক্তা বিকেএমইএ-এর সাবেক পরিচালক ও টেক্সজেন গ্রুপের এমডি আলহাজ্ব শেখ আব্দুস সালাম। এলাকার ৬ শতাধীক মানুষের স্বেচ্ছাশ্রমে পরিচালিত ঐ কাজে তাকে এভাবে পেয়ে বিষ্মিত হয় সকলে। শেখ আব্দুস ছালাম জানান, পহেলা বৈশাখে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য ক দিন আগে ঢাকা থেকে নিজ বাড়ি খামারগ্রামে এসেছি। গ্রামের সকলের প্রচেষ্ঠায় প্রায় কোটি টাকা ব্যয়ে গড়া নতুন নির্মিত কবরস্থান ও ঈদগা মাঠ সংস্কারের জন্য আর খুব একটা স্বামর্থ নেই তাদের। তাই স্বেচ্ছাশ্রমে সেখানে সোমবার বাদ ফজর মাটি ফেলবে বলে গত রবিবার মাইকে প্রচারনার কথা শুনে আমি ভোরেই সেখানে লুঙ্গী-গামছা নিয়ে হাজির হই। সেখানে সবার সাথে প্রায় ২ ঘন্টার মত কাজ করি। তারা আমাকে কাছে পেয়ে উৎফুল্লতা প্রকাশ করে। তিনি আরো জানান, কারো কাজকেই ছোট করে দেখা ঠিক নয়। আর সর্বজনীন ভাল উদ্যোগ হলে সকলের সেখানে অংশ গ্রহন করা উচিৎ। তিনি আরো জানান, আমার ভোরে জরুরী কাজে ঢাকায় যাবার কথা থাকলেও গোপিনাথপুরের ঐকাজে বিবেক নাড়া দেয়ায় সেখানে সকল শ্রেনীর মানুষের সাথে অংশ নিয়ে আত্বতৃপ্ত হয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টা কখনো থমকে থাকেনা। এর সফলতা আসবেই। ঐ গ্রামের নদী ভাঙ্গন কবলিত আশ্রিত মানুষ তা আবারো প্রমান করেছে। এদিকে সোমবার ভোরে ঐ কাজে গ্রামের প্রতি বাড়ি-বাড়ি থেকেই শিশু, বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়। এভাবে স্বেচ্ছাশ্রমে প্রতিদিন কাজ অব্যাহত থাকবে বলে জানালেন কবরস্থান ও ঈদগা মাঠ রক্ষনা-বেক্ষন কমিটির সভাপতি গাজী মোজাম্মেল হক, ফজলুল হক ডনু, হাজী মজিবর রহমান ও হাজী দয়াল হোসেন জানান, স্বাধীনতা পরবর্তী আমাদের গ্রামে কবরস্থান ও কোন ঈদগা জানাজা মাঠ ছিলনা। সবার সহযোগীতায় আমরা প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ২ বছরে অর্ধেকটা কাজ বাস্তবায়ন করেছি। এখনো অনেক টাকা লাগবে। বর্তমানে স্বামর্থ না থাকায় স্বেচ্ছাশ্রমে গ্রামবাসী কাজ শুরু করেছে। এভাবে প্রায় প্রতিদিনই আমরা কাজ করবো। এজন্য তারা প্রধানমন্ত্রীর কাছে এজন্য সহযোগীতা দাবী করেন। এদিকে কাজে যোগ দেয়া এনায়েতপুর গ্রামের ব্যবসায়ী আখতারুজ্জামান তালুকদার, চিত্র শিল্পী মোশারফ হোসেন খান, প্রবাসী শুকুর আলী জানান, এই কাজটি আসলেই সবার জন্য দৃষ্টান্ত। আমরা দুনিয়াতে মসজিদে নামাজের সময় শুধু ধনী-গরীব এক হই। আজকে এই কাজে দ্বিতীয় বারের মত ভাতৃত্বের বন্ধনে আমাদের আবদ্ধ করেছে। আসলে হৃদয়ের টানে মহৎ কাজে শরীক হয়ে আমরাও আনন্দিত। গ্রামের ভ্যান শ্রমিক বাজু শেখ, মীর কাশেম, তাঁত শ্রমিক দুলাল, আলী আলম ছাত্র সাব্বির ও সবুজ হোসেন জানান, আমাদের গ্রামের সম্মিলিত উদ্যোগে অনেক ভাল কাজ হয়ে থাকে। সেখানে যে যার অবস্থান হতে অংশ নিয়ে থাকি। এতে আমাদের সবার মাঝে যেমন দ্বন্ধ বিতারিত হয়। তেমনী সফল হয় একটি বড় উদ্যোগ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments