শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রংপুরে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: তৃণমূলে যুবদলকে সুসংগঠিত করে সরকার বিরোধী আন্দোলন জোরদার, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরেযুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে ও জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল।সভায় যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর (দঃ) সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিব উন নবী সোহেল কে দীর্ঘদিন কারা অন্তরীন রেখে বিভিন্নভাবে নির্যাতনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মুক্তির দাবি জানানো হয় । বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা যুবদল সভাপতি মহেবুল্লা আবুনুর, দিনাজপুর সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, গাইবান্ধা সভাপতি রাগিব হাসান চৌধুরী রিন্টু, নীলফামারী সভাপতি এ এইচ এম রুবেল, লালমনিরহাট সভাপতি জাহিদুল জেলা যুবদল সাধারণ সম্পাদক শামসুল হক ঝন্টু, রংপুর মহানগর সাধারণ সম্পাদক লিটন পারভেজ, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রো, সৈয়দপুর সাধারণ সম্পাদক তারিক আজিজ, কুড়িগ্রাম জেলা সহসভাপতি নাসিম পারভেজ ও নীলফামারী যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার অনু ।সভায় রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, প্রথম সহ-সভাপতি ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ তাদের বক্তব্যে তৃনমূল থেকে কেন্দ্র পর্যন্ত কিভাবে যুবদলকে শক্তিশালী ও সুসংগঠিত করা যায় সে ব্যাপারে তাদের মতামত ব্যাক্ত করেন। এছাড়া জেলা পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধান, কারা অন্তরিন নেতৃবৃন্দের মুক্তির বিষয়ে করনীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments