শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীতে স্কুলের সততা ষ্টোর চুরি

চৌহালীতে স্কুলের সততা ষ্টোর চুরি

মারুফা মির্জা: কোমলমতি ছেলে-মেয়েরা সততায় গড়া বিক্রয় প্রতিষ্ঠান সততা ষ্টোরটি ভালবাসায় জড়িয়ে রাখলেও চোর শোনেনি ধর্মের কাহিনী। তাই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী খাসকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের জন্য গড়া সততা ষ্টোর চুরি হয়ে গেছে। খাতা-কলম, চকলেট, বিস্কুট ও অন্যান্য খাদ্যদ্রব্য সহ দোকানের প্রায় ২০ হাজার টাকা মুল্যের সব মালামাল চুরি হয়ে গেছে। চোরের দল শুধু পুরো সততা ষ্টোরই লুট করেনি। স্কুলের অফিস কক্ষে প্রবেশ করে আলমারী ভেঙ্গে ভিতরে থাকা স্কুলের ল্যাপটপ, প্রোজেক্টর, পরিক্ষার্থীদের রেজিষ্টেশনের ৪৫ হাজার নগদ টাকাও চুরি করেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান অভিযোগ করে জানান, স্কুলের পাহারাদার হিসেবে কর্মরত শমেষ আলীর মৃত্যুর পর বেশ কিছু হয়ে গেলেও আর কোন পাহাড়াদার নিয়োগ ছিলনা স্কুলে। এদিকে আমার মেয়ে অসুস্থ্যতার কারনে ঢাকায় চিকিৎসারত থাকায় আমি তার কাছে ছিলাম বলে সুযোগ বুঝে গত শুক্রবার গভীর রাতে চোর দল স্কুলের ভিতরে প্রবেশ করে। তারা স্কুলের অফিসের তালা ভেঙ্গে সততা ষ্টোরের যাবতীয় মালামাল এবং ষ্টিলের আলমারী ভেঙ্গে ল্যাপটপ, প্রোজেক্টর, পরিক্ষার্থীদের রেজিষ্টেশনের ৪৫ হাজার টাকা সহ মোট দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শনিবার সকালে শিক্ষকেরা এসে বিষয়টি দেখে থানা পুলিশকে অবহিত করে। তখন চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসআই মোক্তার হোসেনকে পরিদর্শনে পাঠায়। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা আসলেই আমাদের হতাশ করেছে। তাই গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments