বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাসর্বনাশা 'ব্লাষ্ট রোগ',উল্লাপাড়া ধান রক্ষায় প্রাণপনে লড়ছেন কৃষকেরা

সর্বনাশা ‘ব্লাষ্ট রোগ’,উল্লাপাড়া ধান রক্ষায় প্রাণপনে লড়ছেন কৃষকেরা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকেরা বছরের প্রধান আবাদের ইরি বোরো ধান ফসল ব্লাষ্ট রোগসহ বিভিন্ন রোগ থেকে রক্ষায় প্রাণপনে লড়ছেন। তারা ধান জমিতে বিভিন্ন ঔষধ দিচ্ছেন। উপজেলার সলঙ্গা, উধুনিয়া, পুর্ণিমাগাতী, বাঙ্গালা ইউনিয়ন এলাকার বিভিন্ন মাঠে ইরি বোরো ধান জমিতে হঠাৎই কম বেশি আকারে ব্লাষ্ট রোগ বেশি দেখা দিয়েছে। এর পাশাপাশি ছত্রাক জনিত নানা রোগের আক্রমনে মাঠের ধান ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার খোজ নিয়ে জানা গেছে, বিভিন্ন মাঠে নতুন করে ব্লাষ্টসহ ছত্রাক জনিত রোগের আক্রমন শুরু হয়েছে। আজ শনিবার সিমলা ও নাগরৌহা মাঠে কৃষকদেরকে ধানের ক্ষতি ঠেকাতে ঔষধ দিতে দেখা গেছে। এদিকে এমন অবস্থায় বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে বেশ হতাশা ও দিশেহারা ভাব দেখা দিয়েছে। স্থানীয় কৃষি বিভাগের উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ এ পরিস্থিতিতে এখন মাঠ থেকে মাঠে ছুটছেন। তারা ইরি বোরো ধানের ব্লাষ্ট ও ছত্রাক জনিত রোগ থেকে ধান ফসল রক্ষায় কৃষকদের করণীয় বিষযে সার্বিক পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া লিফলেটের মাধ্যমে, বিভিন্ন হাট বাজার ও গ্রাম্য মসজিদে উপস্থিত কৃষকদের মাঝে করণীয় বিষয়ে পরামর্শ দিচ্ছেন বলে জানা যায়। আজ শনিবার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ তাদের সরকারি ছুটির দিনেও মাঠে কৃষকদেরকে মাঝে রয়েছেন বলে জানা যায়। সলঙ্গা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আলম, সোহেল আরমান, রবিউল করিম ও সাইফুল ইসলাম বিভিন্ন মাঠে সরেজমিনে গিয়ে কৃষকদেরকে পরামর্শ ও শহরিয়ারপুর গ্রামে কৃষকদেরকে জমায়েত করে করনীয় বিষয়ে পরামর্শ দিয়েছেন। আঙ্গারু মেলায় জনগনের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হক উধুনিয়া ইউনিয়নের বিভ্ধিসঢ়;ন্ন মাঠে কৃষকদেরকে ব্লাষ্ট রোগ থেকে ধান রক্ষায় পরামর্শ দিয়েছেন। উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ খিজির হোসেন প্রামানিক জানান, গতকাল শুক্রবার ও আজ শনিবার সরকারী ছুটির দিন হলেও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদেরকে তাদের নিজ নিজ কর্ম এলাকার কৃষকদের মাঝে থাকতে বলা হয়েছে। সে মোতাবেক তারা মাঠে থেকে কৃষকদেরকে ব্লাষ্টসহ ছত্রাক রোগ থেকে ধান ফসল রক্ষায় করণীয় বিষয়ে পরামর্শ ও কৃষকদেরকে হতাশ না হওয়ার জন্য বলছেন। তিনি নিজেও শনিবার বিভিন্ন মাঠে কৃষকদের মাঝে গিয়ে পরামর্শ দিচ্ছেন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments