শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাবিয়ের পিড়িতে বসা হলোনা প্রবাসী নুরুজ্জামানের, গলাকেটে হত্যা

বিয়ের পিড়িতে বসা হলোনা প্রবাসী নুরুজ্জামানের, গলাকেটে হত্যা

আব্দুদ দাইন: পাবনার বেড়ায় আমিনপুরে নুরুজ্জামান (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে নিজ বাড়ির পার্শ্ববর্তী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুজ্জামান বেড়ার আমিনপুর থানার সিংহাসন গ্রামের কাবিল প্রামাণিকের ছেলে। এ ঘটনায় সাইফুল ও আলমগীর নামে দু’জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিকসুত্রে জানা যায়, নুরুজ্জামান সিঙ্গাপুরে এক বেসরকারি কোম্পানীতে চাকুরী করতো। এক বছর আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে ওই কোম্পানীর চট্রগ্রামপোর্ট শাখায় চাকরি নেন নুরুজ্জামান। ১০/১২ দিন আগে বিয়ে করার উদ্দেশ্যে ছুটি নিয়ে বাড়ি আসে। বাড়ি এসে দু’একটা মেয়েও দেখে। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নুরুজ্জামানকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রবিবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী মাঠে (খাপালে) গলা কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনরা বলাবলি করছিল ছেলেটার বিয়ের পিড়িতে বসা হলোনা। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক সুরতহালে মরদেহটি গলা কাটা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন সাইফুল ও আলমগীরকে আটক করা হয়েছে। আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক রক্তমাখা মোবাইলসেট ও হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা হাসুয়া উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এ ব্যাপারে নুরুজ্জামানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments