শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় তীব্র গরমে বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগী

উল্লাপাড়ায় তীব্র গরমে বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগী

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত ক’দিনের চলমান তীব্র গরমে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্তদের সংখ্যা বাড়ছে বলে জানা যায়। এর মধ্যে ডায়রিয়া, পেট ব্যাথা, বমি রোগীর সংখ্যা বেশি। আজ রোববার সকাল থেকে দুপুর অবধি পূর্ণিমাগাঁতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রোগে আক্রান্ত ১২ জনকে চিকিৎসায় ভর্তি করা হয়েছে। কমপ্লেক্স সূত্রে, এরা হলো- রোহান (১৮ মাস), নাসির (৫৪ মাস), সাইদুর (৫০), আছিয়া (৪৫), মজিরন বেগম (৫০), রাব্বি (১৯ মাস), বেগম (৫৫), জুই (১৭), তাহের উদ্দিন (৬৫), ভাষা আলী (৭০) ও নাজমুল (১৬)। এর আগে দু’দিনে একই ধরনের রোগে ৩১ জনকে চিকিৎসায় ভর্তি করা হয়। এ দিকে বিভিন্ন ভাবে খোজ নিয়ে জানা যায়, এসব রোগে আক্রান্ত কেউ কেউ স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এ.কে এম মোস্তাফিজুর রহমান জানান, এদেরকে ভর্তির পাশাপাশি আরো বহু সংখ্যক রোগীকে আউটডোরে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তিনি আবহাওয়ার এমন অবস্থায় সবাইকে হিটস্ট্রোক থেকে রেহাই পেতে বেশী মাত্রায় পানি পান করার পরামর্শ দেন। এছাড়া বিশুদ্ধ পানি পান করতে ও যে কোন খাবার খেতে সতর্ক থাকার বিষয়ে বলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments