শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ'লীগ সমর্থিত ১৪ ,বিএনপি ২টি ও স্বতন্ত্র ১...

রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত ১৪ ,বিএনপি ২টি ও স্বতন্ত্র ১ নির্বাচিত

জয়নাল আবেদীন: রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের জয় জয়কার হয়েছেন। মোট ১৭ পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ পদে নির্বাচিত হয়েছে। বাকি তিনটির মধ্যে বিএনপি ২টি এবং স্বতন্ত্র ১টি পদে নির্বাচিত হয়েছে । বুধবার সকালে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আব্দুর রউফ। ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হলেন, সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত আব্দুল মালেক, সহ-সভাপতি পদে বিএনপির রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত আব্দুল হক প্রামানিক, সহ- সাধারণ সম্পাদক পদে ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন, কোষাধ্যক্ষ পদে নাইনুর রহমান, বার কমপ্লেক্র সম্পাদক পদে জিয়াউল হাসান জিয়া, লাইব্রেরী সম্পাদক আকতার হোসেন জুয়েল,ধর্ম সম্পাদক পদে আবু সুফিয়ান হিরু, ক্রীড়া সম্পাদক পদে মতাজুল আরেফীন আরিফ, সদস্য পদে মোজহার আলী পাভেল, আইনুল হক, প্রশান্ত কুমার রায়, গোলাম মওলা চৌধুরী, ফজলুল হক ফাহিম, রনজিৎ সরকার, জাতীয় পার্টির রবিউল ইসলাম রবি, বিএনপির আবু হাসান সরকার লেলিন নির্বাচিত হয়েছেন। জানাগেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আইনজীবীরা দ্বিধা-বিভক্ত মালেক-জহিরুল-হক পরিষদ, জলিল- রেজা-তাতা মজনু প্যানেল, হাছনাইন-মশিয়ার-নির্মল-বিউটি পরিষদ নামে তিনটি প্যানেল দিয়ে নির্বাচন করেন। অন্যদিকে বিএনপি সমর্থিতরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচন করেন। বিভক্তির পরেও গুরুত্বপুর্ণ পদে আওয়ামীলীগের জয়লাভে আইনজীবীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যদিকে বিএনপির আইনজীবীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এবারের নির্বাচনে ৩৪৩জন ভোটারের মধ্যে ৩২০জন ভোটার ভোট প্রয়োগ করেন। তাদের মধ্যে ৫৪জন নারীও রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments