শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাস্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না: ইকবাল সোবহান চৌধুরী

স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না: ইকবাল সোবহান চৌধুরী

জয়নাল আবেদীন: স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এর সেমিনারে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৯ উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগ এই সেমিনারের আয়োজন করে। জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। সকাল ১১টায় ম্যানেজমেন্ট গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, সাংবাদিক খায়রুল আলম, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার প্রমুখ। প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মূখ্য আলোচকের বক্তব্যে প্রথিতযশা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, কর্মস্থলেও অধিকার বঞ্চিত হওয়ায় কিংবা নিরাপত্তা না থাকার কারনে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করতে পারেন না। তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি ঝুকিপূর্ণ পেশা এখানে কাউকে জোর করে নিয়ে আসা যায় না বরং এই ঝুঁকি মেনে নিয়েই আমাদের সাংবাদিকতা করতে হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments