শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসৈয়দপুর ও ডোমারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সৈয়দপুর ও ডোমারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর সৈয়দপুর ও ডোমারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।শুক্রবার(৩রা মে)ভোর সাড়ে ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হন। নিহতরা হলেন, ইজিবাইকের চালক মিন্টু হোসেন (৩৩) এবং ইজিবাইকের দুই যাত্রী আফতাব হোসেন (৪৩) ও আবদুর রহিম (৪৭)। তাদের বাড়ি উপজেলা শহরের উত্তরা আবাসনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চলন্ত ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন ইজিবাইক চালক মিন্টু। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অপর দুই যাত্রী। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়। ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী নীলফামারী-সৈয়দপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে যানজোটে পড়ে এলাকাবাসী। সৈয়দপুর থানার ওসি (তদন্ত)আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী একটি কোচের ধাক্কায় ঘটনাস্থলে একজন ও অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তিনি বলেন, নিহতের ময়না তদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে জেলার ডোমারে সড়ক দুর্ঘটনায় আহত মিজানুর রহমান মিজান(৩০)নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মিজান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলবাড়ি এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে ও ডিমলা উপজেলার বাবুরহাট বাজারের কাপড় ব্যবসায়ী কবীর ইসলামের ছোট ভাই। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে ডোমার উপজেলা দিয়ে বাড়ি যাচ্ছিল মিজান। এ সময় পথে ডোমারের পাঙ্গামটকপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল হতে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে ভর্তি করলেও পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিনদিন পর আজ শুক্রবার তার মৃত্যু হয়। এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানায় অপমৃত্য মামলা হয়েছে। মিজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড়ভাই কবিরুল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments