শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে আশ্রায়নকেন্দ্রের বাসিন্দাদের দুর্ভোগ

রায়পুরে আশ্রায়নকেন্দ্রের বাসিন্দাদের দুর্ভোগ

তাবারক হোসেন আজাদ: ঘূর্ণিঝড় ‘ফণী’র আতংকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের মেঘনানদীর তীরবর্তী কাছিয়ারচর আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দারা চরম আতংকে রয়েছে। শুক্রবার সকালে পার্শ্ববর্তী মোল্লার হাট এলাকা চরকাচিয়া সাইক্লোন সেন্টারে ৫০ পরিবারকে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দুপুরে আরো ৫০ পরিবারকে ওই সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। শুক্রবার রাতে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও সু-পীয় পানী দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সাথে সামাজিক সংগঠন ও ইউপি চেয়ারম্যানদের লোকজন বিভিন্ন উপায়ে উপকুল বাসিন্দাদের সতর্ক করছেন। শনিবার দুপুরে সরজমিনে গিয়ে সাইকো¬নসেন্টারে আশ্রয় নেওয়া লোকদের সাথে কথা বললে তারা তাদের পরিবার নিয়ে আতংক ও মানবেতর জীবন যাপন কথা তুলে ধরন। আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা মুক্তিযোদ্ধা আলী হোসেন (৭০) ও আমির হোসেন (৬৭)সহ কয়েকজন জানান, ২০০১ সালে আ’লীগ সরকার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৮নং দক্ষিন চরবংশীর ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে ১ একর ৪৮ শতাংশ জমিতে নদী ভাংঙ্গন, দুস্থ ও অসহায় ৬০ পরিবারকে বসতঘর তৈরীসহ চরে প্রতিজনকে এক একর করে জমি বরাদ্ধ দেন। তাদের সুবিধার্থে আশ্রয়ণ কেন্দ্রের এলাকায় দু’টি পুকুর, একটি ডিপকল, ৬টি টয়লেট ও একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করে দেন। কিন্তু আজও পর্যন্ত শিশুদের জন্য স্কুল গড়ে তোলা হয়নি। ওই কেন্দ্রের প্রায় ১০০ শিশূ কিশোর ৩ মাইল পথ হেটে সরকারী স্কুলে যেতে হয়। অনেকে স্কুলে না গিয়ে কৃষি কাজ ও নদীতে মাছ ধরতে চলে যায়। আশ্রায়ন কেন্দ্র নির্মানের এক বছরের মাথায় পুকুর দু’টি ভেঙ্গে যায়, পানির কল ও টয়লেট গুলো পরিত্যক্ত হয়। কোন উপায় না পেয়ে কেন্দ্রের পাশে খোলা জায়গা ও নদীর পাড়ে মলমুত্র ত্যাগ করতে হয় বাসিন্দাদের। বাসিন্দাদের খোঁজ-খবর রাখার জন্য ১২ সদস্যের একটি কমিটি করে দেয়া হয়। কিন্তু কমিটির কার্যক্রম না থাকায় তা তিন বছর আগে তা বিলুপ্ত হয়ে যায়। এতে দেখা দেয় নানান বিশৃংখলা ও অবৈধ কর্মকান্ড । আশ্রয়ণ কেন্দ্রের কিশোরী সুরমা আক্তার ও কাকলী বলেন, তারা দু’জনেই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এ আশ্রয়ণ কেন্দ্রে ৪৫জন কিশোরী রয়েছে। তারা দিনের বেলায় নদী ও পুকুর থেকে পানি এনে অসুধের দ্বারা পরিস্কার করে তা পান করতে হয়। দিনের বেলায় কেন্দ্রের পাশে মল-মুত্র ত্যাগ করলেও রাতে ভয়ে মহিলারা ঘর থেকে বের হয় না। গত এক বছরে ১২জন মেয়েকে দুরের স্কুলে আসা যাওয়ার পথে বখাটেদের অত্যাচারে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আশ্রায়ণ কেন্দ্রের সঘোষিত নেতা ও ওয়ার্ড আ’লীগের সভাপতি মোস্তফা কামাল বলেন, কেন্দ্রের বাসিন্দাদের দুর্ভোগের কথা ও সরকারী সুবিধা পাওয়ার জন্য একাধিকবার ইউপি চেয়ারম্যানসহ জেলা প্রশাসককে জানানো হয়েছে। রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ হাওলাদার বলেন, এ আশ্রয় কেন্দ্রের সুযোগ সুবিধা ও সমস্যা দেখে থাকেন স্থানীয় এমপি। কিন্তু গত দুইবারের সাবেক এমপি ও বিএনপি নেতা আবুল খায়ের ভুইয়া সরকারী সকল সুয়োগ সুবিধা তার দলের নেতাকর্মীসহ লুটপাট করে খেয়েছেন। বাসিন্দাদের দুভোগের বিষয়টি নিয়ে বর্তমান এমপি ও জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেবেন বলে জানান। উপজেলা নির্বাহী শিল্পী রানী রায় বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে মেঘনা নদীর পাড়ে জেলে ও দিন মজুরদের আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দাদের প্রায় সবাইকে সাইকো¬নসেন্টারে নিয়ে আসা হয়েছে। অন্যরা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। সকলের জন্য শুকনো খাবার ও সু-পীয় পানী দেওয়া হয়েছে। ফণী মুকাবিলা আমরা প্রস্তুত আছি। ফণীর আতংক কেটে গেলেই আশ্রয়ন কেন্দ্র বাসিন্দাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments