মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের অবহিত করণ কর্মশালা

রংপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের অবহিত করণ কর্মশালা

জয়নাল আবেদীন :“ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট “ এই প্রতিপাদ্য নিয়ে রোববার রংপুর পরিবার পরিকণ্পনা অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের অবহিত করণ কর্মশালা অনুষ্টিত হয় । এই কর্মশালায় পরিবার পরিকণ্পনা অধিদপ্তরাধিন ইনফরমেশন, এডুকেশন এন্ড কমিউনিকেশন অপারেশন প্লানের আওতায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশরে গর্ভধারণ প্রতিরোধ,কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য. পুষ্টি. নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয় । কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন মিঞা । পরিবার পরিকণ্পনা অধিদপ্তরের রংপুরের উপপরিচালক ডা: শেখ মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম লেলিন, সহকারী পরিচালক এটিএম নাজমুল হুদা, নজমুল ইসলাম, মোজাম্মেল হক । কর্মশালায় জানানো হয় জন্মের পর ২৮দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয় । এই সময়ে শিশু মৃত্যু হলে তাকে নবজাতক মৃত্যু বলা হয় । আর দ্রূত শ্বাষ নেয়া অথবা বুকের খাঁচা দেবে যাওয়া, মায়ের বুকের দুধ চোষা কিম্বা টানতে না পারা, জ্বর বা শরীর ঠান্ডা হওয়া, নেতিয়ে পড়া, খিচুনি নাভি পাকা এই ৬টি মুলত নবজাতকের বিপদ চিহ্ন ।কর্মশালায় আরো জানানো হয় বাংলাদেশে প্রতিমিনিটে প্রায় ৪জন প্রতিদিন প্রায় ৫হাজার ৪শ ৭৯জন এবং প্রতিবছর প্রায় ২০লাখ মানুষ বাড়ছে ।বিশ্বে প্রতিমিনিটে ১শ৫৮জন প্রতিদিন ২লাখ ২৭ হাজার ২শ৫২ জন এবং প্রতিবছর ৮কোটি ২৯লাখ ৪৭ হাজার মানুষ বাড়ছে । অতীতের যে কোন সময়ের চেয়ে বিশ্বের জনসংখ্যা অধীক হারে বৃদ্ধি পাচ্ছে । বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ ২০৫০সালে বাংলাদেশ একধাপ উপরে এসে সপ্তম স্থানে দাঁড়াবে । তখন বাংলাদেশের লোকসংখ্যা হবে ২২৬মিলিয়ন।কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু ,সিনিয়র রিপোর্টার জয়নাল আবেদীন এবং বাসস রংপুর অফিস প্রধান মামুন ইসলাম । কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments