শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে খাবার হোটেলসহ ৬টি প্রতিষ্ঠানে জরিমানা ও ২মন মিষ্টি বিনষ্ট

রায়পুরে খাবার হোটেলসহ ৬টি প্রতিষ্ঠানে জরিমানা ও ২মন মিষ্টি বিনষ্ট

তবরাক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে রমজানের ভেজালমুক্ত খাবারের নিশ্চয়তা ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যামান আদালত অভিযান চালিয়ে দুটি খাবার হোটেলসহ ৬টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। সোমবার বিকালে শহরের মধ্য বাজারে ৩টি মুদি দোকান, একটি অবৈধ ট্রলি এবং হায়দারগঞ্জ বাজারের ৩টি খাবার হোটেলে জরিমানা আদায় করা হয়। এসময় ২ মন পঁচা মিষ্টি বিনষ্ট করা হয়েছে। পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রানী রায় ও সহকারী কমিশনার ভূমি মোহতাসেম বিল্লাল। জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানগুলো হলো-রায়পুর শহরের সিরাজ হাজীর মদি দোকানে-৩০ হাজার টাকা, ফজলের দোকানে ২০ হাজার টাকা, আবু তাহেরের দোকানে ৫ হাজার টাকা ও একটি ট্যাক্টর চালকে ২ হাজার টাকা এবং হায়দারগঞ্জ বাজারের নিউ দরবার হোটেলকে-৩০ হাজার টাকা, নাভিলা হোটেলকে-১০ হাজার টাকা ও মেসার্স জনি ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য হোটেল মালিকগন হোটেল বন্ধ করে পালিয়ে যায়। ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিল্পি রানী বলেন ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩টি দোকানে ৫৫ হাজার টাকা শহর এলাকায় নিষিদ্ধ একটি ট্যাক্টর চালকে মটর যান আইনে ২ হাজার টাকা এবং হায়দারগঞ্জ বাজারে ৩টি খাবার হোটেলে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিটি দোকানে পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন, খাবার জাতীয় পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিএসটিআই’র অনুমোদনের বৈধ কাগজপত্র সংরক্ষন এবং ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ দ্রব্যসামগ্রী রাখার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments