বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুর চেম্বার উদ্যোগে ২১টি স্বাস্থ্য সম্মত ইফতার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

রংপুর চেম্বার উদ্যোগে ২১টি স্বাস্থ্য সম্মত ইফতার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

জয়নাল আবেদীন: রংপুর চেম্বার ও রেস্তোঁরা মালিক সমিতি প্রত্যায়িত স্বাস্থ্য সম্মত ইফতার বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ফিতা কেটে আনুষ্টানিক উদ্ধোধন করেন । রংপুরে মাসব্যাপী কৃত্রিম রংহীন, সতেজ কাঁচামাল দ্বারা তৈরিকৃত পরিস্কার ও পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত ইফতার সামগ্রী বিক্রয়ের লক্ষ্যে রংপুর চেম্বার প্রতিবছর এই আয়োজন করে । রংপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোজতোবা হোসেন রিপন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক মোঃ জুলফিকার আজিজ খাঁন ভুট্টু ও বাংলাদেশ হোটেল রেস্তোঁরা মালিক সমিতি, রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মজিদ খোকন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ব্যবসায়ীদেরকে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল/রেস্তোঁরা বন্ধ, ইফতার সামগ্রী তথা খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকা, ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি না করা, রাস্তা-ঘাট ও ফুটপাত দখল না করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুর চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments