শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাদিনাজপুর স্বেচ্ছাসেবক লীগের পৌর শহর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

দিনাজপুর স্বেচ্ছাসেবক লীগের পৌর শহর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

অমর চাঁদ গুপ্ত অপু: আবর্জনা ও দুর্গন্ধে ভরপুর দিনাজপুর পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন করে দুর্গন্ধহীন মানুষের বাসযোগ্য শহরে পরিণত করার লক্ষ্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশে গতকাল মঙ্গলবার দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ শহর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজবের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী ডালি কোদাল, বেলচা নিয়ে আবর্জনার স্তুপগুলো পরিস্কার পরিচ্ছন্ন শুরু করেছে। “পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ” এই শ্লোগানকে ধারন করে পবিত্র রমজান মাসের শেষ দিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। ময়লা ও আবর্জনার স্তুপে পরিনত দিনাজপুর পৌরসভার শহরে রোজদাররা বেকায়দায় পড়েছিল ও গন্ধে রুমাল ও মার্কস দিয়ে চলাচল শুরু করেছিল সে মুহুর্তে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগকে শহর পরিস্কার পরিচ্ছন্নতা করার জন্য নির্দেশ দেন। হুইপ ইকবালুর রহিম এমপির সেই নির্দেশে জেলা স্বেচ্ছাসেবকলীগ পৌর শহরের ১২টি ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর অংশ নেয়। পৌর শহরের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন করা হয়। ক্রমান্বয়ে এ অভিযান প্রতিদিন চলবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাফিউল ইসলাম হিলু, সুমন পারভেজ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল সবুজ, তছলিম উদ্দীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাকিব, মারুফ রাসেল প্রমুখ। উল্লেখ্য, গত ১০ মে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ময়লা আবর্জনা, অপরিস্কার ড্রেন, ভাঙ্গা রাস্তায় পৌরবাসী জিম্মি হয়ে পড়েছে। পবিত্র রমজান মাসে রোজদাররা রয়েছে বিপাকে। এ আলোচনা পরিপ্রেক্ষিতে হুইপ ইকবালুর রহিম এমপি এ নির্দেশ দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments