বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে চাল সংগ্রহ অভিযান শুরু

সুন্দরগঞ্জে চাল সংগ্রহ অভিযান শুরু

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে চলতি বরো মৌসুমের সরকারিভাবে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। সোমবার উপজেলার বামনডাঙ্গা ও সুন্দরগঞ্জ খাদ্য গুদামে চাল সংগ্রহের শুভ-উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী। এসময় ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, সুন্দরগঞ্জ ও বামনডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানাজ বেগম, জাহাঙ্গীর আলম, চালকল মালিক সমিতির সভাপতি শাহাদৎ হোসেন আনন্দ, মিলার আলহাজ্ব গোলাম রব্বানী, জহুরুল হক সরদার, লুৎফর রহমান মুক্তা ও ইমদাদুল হক প্রমূখ। উল্লেখ্য, এবছর উপজেলার ২টি খাদ্য গুদামে প্রতি কেজি চাল ৩৬ টাকা দরে ২হাজার ৬শ’ ৫১ মেট্রিক টন সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনুমোদিত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments