শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরের তন্দ্রা হত্যা মামলায় ৪ যুবদল নেতা ও এক স্কুল শিক্ষিকাকে ১৩...

রংপুরের তন্দ্রা হত্যা মামলায় ৪ যুবদল নেতা ও এক স্কুল শিক্ষিকাকে ১৩ বছরের সশ্রম কারাদন্ড

জয়নাল আবেদীন: রংপুরের আলোচিত তন্দ্রা হত্যা মামলায় পৃথক তিনটি ধারায় দীর্ঘ ২৩ বছর পর ৪ যুবদল নেতা ও এক স্কুল শিক্ষিকাকে ১৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার রংপুর নারী শিশু ট্রাইবুনাল-১ এর বিচারক জাবিদ হোসেন এই রায় দেন। রায় প্রদানের সময় তিন আসামী আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন যুবদল নেতা মানিক, রতন বাবলা, রানা ও স্কুল শিক্ষিকা মালেকা বেগম। তারা পরস্পর আপন খালা ভাগ্নে। এর মধ্যে আসামী রতন ও তারা খালা মালেকা পলাতক রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর আইডিয়াল কলেজের এইচএসসির পরীক্ষার্থী এ, কে, এম, সামছুল হকের মেয়ে রুমানা আফরোজ তন্দ্রা রংপুর নগরীর রবাটসনগঞ্জ মন্ডল পাড়া তাদের ভাড়া বাড়িতে বেড়াতে আসে। ৯৬ সালের ১ জুলাই সন্ধ্যায় তন্দ্রা তার বাড়ির পাশে মুদি দোকান থেকে দিশলাই আনতে গেলে গাছের আড়ালে লুকিয়ে থাকা আসামী মানিক, রানা ও বাবলা তাকে জড়িয়ে ধরলে সে চিৎকার করে। এপর তন্দ্রা বাড়িতে গিয়ে কুড়াল নিয়ে আসামী মানিক, রানা ও বাবলাকে তাড়া করে। এরপর অপর আসামী রতন তার বোন নাজমা ও খালা মালেকাসহ অন্যান্নরা তন্দ্রাকে ধরে বেধরক মারপিট করে, শ্লীলতা হানী করে। একপর্যায়ে সেখানে লোকজন জড় হলে তন্দ্রা বাড়িতে গিয়ে ক্ষোভে আত্মহত্যা করে। এঘটনায় তন্দ্রার মা মাসুদা চৌধুরী বাদি হয়ে ২ জুলাই ১৭ জন কে আসামী করে রংপুর কোতয়ালী থানায় মামলা করে। তদন্ত শেষে ৫ জনকে আসামী করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। ১৫ জন সাক্ষির স্বাক্ষ গ্রহন শেষে আসামীদের বিরুদ্ধে আনিত ভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় আসামী মানিক, রতন বাবলা, রানা ও স্কুল শিক্ষিকা মালেকা বেগমকে আত্মহত্যার প্ররোচনা মামলায় ১০ বছর শ্লীলতাহানীর দায়ে ২ বছর ও মারপিটের ঘটনায় ১ বছরের কারাদন্ড প্রদান করেন। সাজা এক সাথে চলবে বলে সরকার পক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান। তিনি বলেন আমারা ন্যায় বিচার পেয়েছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments