শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাপাবনার সুজানগরে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৪৫ মণ ভেজাল ঘি জব্দ

পাবনার সুজানগরে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৪৫ মণ ভেজাল ঘি জব্দ

কামাল সিদ্দিকী: পাবনার সুজানগরে একটি নকল ঘি তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৪৫ মণ ভেজাল ঘি ও ঘি তৈরীর বিভিন্ন ধরনের কেমিক্যাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার চরগোবিন্দপুর গ্রামের সুনিল কুন্ডুর বাড়িতে অভিযান চালিয়ে ওই ঘি ও কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত ঘি’র মূল্য প্রায় ১৮লক্ষ টাকা। স্থানীয় ইউপি মেম্বার ফিরোজ আহমেদ জানান, গত প্রায় ৩ মাস আগে সুনিল কুন্ডু পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার মিলন ঘোষের সাথে যোগসাজশে তার বাড়ির পাশে একটি নকল ঘি’র কারখানা গড়ে তোলেন। এরপর ওই কারখানা থেকে তারা বেকিং পাউডার, মিল্ক পাউডার, কোকোয়া পাউডার এবং স্যাকারিনসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল দিয়ে শত শত মণ ভেজাল ঘি তৈরী করে প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে আসছিলেন। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিৎ দেবনাথ আমিনপুর থানা পুলিশের সহায়তায় ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে কারখানাসহ আশ-পাশের বাড়ি থেকে ৪৫ মণ ক্ষতিকর ভেজাল ঘি এবং আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যের ঘি তৈরীর বিভিন্ন ধরনের কেমিক্যাল ও মালামাল জব্দ করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মাহমুদুল হাসান এবং উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভিএস ডা: আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। সুনিল কুন্ডু ও মিলন ঘোষ অভিযানের আগেই পালিয়ে গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments