শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাগঙ্গাচড়ায় পিআইও’র বিরুদ্ধে টন প্রতি ৩ হাজার টাকা উৎকোচ নেয়ার অভিযোগ

গঙ্গাচড়ায় পিআইও’র বিরুদ্ধে টন প্রতি ৩ হাজার টাকা উৎকোচ নেয়ার অভিযোগ

পূর্ণ রায় রিপন: গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কাবিখা কাজের টন প্রতি ৩ হাজার টাকা উৎকোচ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার ইউ.পি চেয়ারম্যান ও ইউ.পি সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। জানা যায় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের বাগেরহাট কেল্লারপাড় গ্রামে ২০১৮-১৯ অর্থ বছরের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় ওই গ্রামের তৈয়ব গোয়ালের বাড়ি হতে আতিয়ারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজ হয়। কাজের বরাদ্দ ছিল ৬ মেট্রিক টন চাউল। যার ২.৫০ টন ইতি মধ্যেই উত্তোলন করেছেন ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউ.পি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান আব্দুস সামাদ। তার অভিযোগ ওই ২.৫০ টন উত্তোলনকৃত চাউলের বিপরীতে ডিও দেয়ার আগেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম টন প্রতি ৩ হাজার টাকা করে মোট ৭ হাজার ৫ শত টাকা উৎকোচ নিয়েছেন। তাকে উৎকোচ না দিলে সে ডিও দেয়না বলেও ওই ইউ.পি সদস্য অভিযোগ করেন। এ বিষয়ে লক্ষ্মীটারী ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী উৎকোচ নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার দপ্তরের আওতায় প্রতিটি কাজেরই ডিও না দেয়াসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে মোটা অংকের উৎকোচ গ্রহণ করেন। তার এসব দুর্নীতির বিষয় উল্লেখ করে আমরা ইউ.পি চেয়ারম্যানরা সভা করে রেজুলেশন করেছি তা শীঘ্রই অভিযোগ হিসেবে বিভিন্ন দপ্তরে পাঠানো হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন কোন শালা অভিযোগ করেছে তাকে নিয়ে আসেন বলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সাথে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। গঙ্গাচড়ায় ব্রীজের মোকায় পুকুর দেয়ায় ব্রীজ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর কুর্শা ব্রীজের মোকার নিকট ১টি পুকুর দেয়ায় আসন্ন বন্যায় ব্রীজটি ভেঙ্গে যাওয়াসহ রাস্তা ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ব্রীজ ও রাস্তা ভেঙ্গে যাওয়ার আতঙ্কে রয়েছে নদীর দুই পারের লোকজন। সরেজমিন গিয়ে দেখা যায় আলমবিদিতর ইউনিয়নের মন্ডলেরহাট সংলগ্ম গ্রামের মৃত সাহাউদ এর ছেলে দুলাল মিয়া ওই ব্রীজের নিকট ৩ শতক খাস জমি দখল করে। ওই খাস জমির পাশেই রয়েছে তার ক্রয়কৃত ৭ শতক মালিকানাধীন জমি। প্রায় ৪-৫ মাস আগে সে ওই দখলকৃত খাস জমিসহ তার ৭ শতক জমির মধ্যে ১টি পুকুর খনন করে। পুকুরটি ব্রীজের মোকা ও রাস্তা সংলগ্ম হওয়ায় ইতি মধ্যে রাস্তার গাইড ওয়াল তার পুকুরের মধ্যে ধসে পড়ার উপক্রম হয়েছে। আসন্ন বন্যায় ওই ব্রীজের মোকাসহ পুড়ো রাস্তাটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্রীজ ও সড়ক ভেঙ্গে গেলে বন্ধ হবে গঙ্গাচড়া, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার লোকজনের যাতায়াত। এলাকাবাসী দ্রুত সরেজমিন তদন্ত করে পুকুরটি ভড়াট করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments