শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে দুঃস্থ্য ও অসহায় ২৫০ পরিবার পেল ঈদ সামগ্রী

কেশবপুরে দুঃস্থ্য ও অসহায় ২৫০ পরিবার পেল ঈদ সামগ্রী

জি এম মিন্টু: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ১৩ হাজার ১০২ টি কার্ডের প্রতি জনকে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়নে ২ হাজার কার্ড, হাটিকুমরুল ইউনিয়নে ২৫ শত কার্ড, সলঙ্গা ইউনিয়নে ২৩ শত ৪২ কার্ড, নলকা ইউনিয়নে ২২ শত ২৫ কার্ড, ঘুড়কা ইউনিয়নে ২১ শত ২৫ কার্ড ও ধুবিল ইউনিয়নে ১৮ শত ৮০ কার্ড বরাদ্দ দেয়া হয়। গতকাল সলঙ্গা, ঘুড়কা, ধুবিল, নলকা ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রতি জনকে ১০ কেজি করে চাল সুষ্ঠ ভাবে বিতরন করা হয়েছে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন জানান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে সারি বদ্ধ ভাবে দাঁড়িয়ে কার্ড ধারীদের মাঝে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (হিরো) উপস্থিত থেকে ১০ কেজি করে চাল বিতরন করছেন। এ সময় ট্যাগ অফিসার সহ সকল ইউপি সদস্য ও দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments