শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাশান্তিময় বাংলাদেশ গড়তে উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির

শান্তিময় বাংলাদেশ গড়তে উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির

আব্দুদ দাইন: সাবেক রাষ্ট্রদূত(ইউএসএ) ও পররাষ্ট্র সচিব বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এ্যাকটিং প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির বলেছেন, একটি শান্তিময় বাংলাদেশ গড়ার জন্য উগ্রবাদের বিরুদ্ধে যুব সমাজকে সোচ্চার হতে হবে। ধর্মের অপব্যাখায় বিভ্রান্ত না হয়ে পরতমসহিষ্ণু হয়ে সমাজ ও পরিবারে উগ্রবাদের অনুপ্রবেশ রোধ করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে যুব সমাজকে ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক প্রকল্পের আওতায় পাবনার সাঁথিয়া ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজ মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে গঠিত যুব সম্পীতি সংঘের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষন অভিজ্ঞতা বিনিময় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পাবনা ও সিরাজগঞ্জের সমন্বয়ক অধ্যাপক আব্দুদ দাইন সরকরের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন, বিইআই এর মহাপরিচালক মোহাম্মদ হুমায়ূন কবির, উপপরিচালক আশিষ বনিক, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উল্লাপড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, এসি ল্যান্ড সাঁথিয়া ফয়সাল রায়হান, সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উল্লাপাড়া বড়হর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান,অধ্যাপক আব্দুর রহিম,অধ্যাপক শেখ শাহেদ প্রমুখ। সেমিনারে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজ, বোয়াইলমারী কামিল মাদরাসা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদরাসা ও বড়হর স্কুল এন্ড কলেজের যুব সম্পীতি সংঘের শিক্ষার্থীগন,অভিভাবক, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments